পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জে
বিনিয়োগকারীদের অংশগ্রহণ অনেকটা কমায় ঢাকা স্টক এক্সচেঞ্জে পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মোট ২৭৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়েও কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩০৩ কোটি ২৭ লাখ টাকা।
এর আগে টাকার অংকে লেনদেন সর্বনিম্ন হওয়ার রেকর্ড গড়েছিল গত ৪ আগস্ট, তখন তা নেমে আসে ২০৭ কোটি টাকায়।
বর্তমানেও পুঁজিবাজার মন্দার মধ্যেই রয়েছে, প্রধান সূচক ডিএসইএক্স ১.৪৭ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৯ পয়েন্টে অবস্থান করছে। এনিয়ে টানা তৃতীয় দিনের মতো সূচকটির পতন হলো, যা বিনিয়োগকারীদের সতর্ক থাকার বার্তাও দিচ্ছে।
লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫০ কোম্পানির, বিপরীতে ১৫৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত। যা বাজারের মিশ্র অবস্থাকে তুলে ধরছে।