অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না জানতে তদন্ত কমিটি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ ক্ষমতার তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ (২৬ ডিসেম্বর) সকালে সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আগুনের কারণ ও ঘটনার তদন্তে একটি উচ্চ ক্ষমতার তদন্ত কমিটি করে দেওয়া হবে।"
এত সুরক্ষিত জায়গায় নাশকতার সুযোগ আছে কি-না সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "অ্যক্সিডেন্ট তো যেকোনো জায়গায় হতে পারে। তদন্ত না করে কিছু বলতে পারছি না।"
এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটের দিকে অগ্নিনির্বাপক বাহিনী সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার।
এরপর ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেখানকার আগুন।
গণমাধ্যমকে পাঠানো এক খুদে বার্তায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, আজ সকাল ৮টা ৫ মিনিটে ৭ নম্বর ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে বেশ কিছু মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র পুড়ে গেছে বলে ধারণা করছেন অগ্নিনির্বাপণ কর্মীরা।
মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে রয়েছে ৬টি মন্ত্রণালয় ও একাধিক গুরুত্বপূর্ণ সব বিভাগ। ভবনটিতে থাকা অফিসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় অন্যতম।