আগামী বছর ডেঙ্গুমুক্ত নগরী গড়তে অঙ্গীকারাবদ্ধ ঢাকা দক্ষিণের মেয়র
আগামী বছর নগরবাসীকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে পদক্ষেপ নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)।
ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বুধবার নগর ভবনে সাংবাদিকদের বলেন, “ভবিষ্যতে এই শহরে এবারের মতো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, আগামী বছর যাতে আমরা আমাদের নাগরিকদের ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে পারি সে চেষ্টা নেওয়া হচ্ছে।”
সিঙ্গাপুর সফর শেষে সম্প্রতি দেশে ফিরেছেন সাঈদ। তার সেখানকার অভিজ্ঞতা জানাতে নগর ভবনের ব্যাংক ফ্লোরে সংবাদ সম্মেলনের আয়োজন হয়। তিনি বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণের সব প্রচেষ্টা নেওয়া হচ্ছে। আমরা আগস্টে ঘোষণা দিয়েছিলাম, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে। এখন সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ চলে।”
ডেঙ্গু আক্রান্তের হার যে একেবারে শূন্যের কোঠায় চলে এসেছে বিষয়টা এমন নয়, সেটা মেনেই তিনি বলেছেন, “ঢাকায় এর প্রকোপ উল্লেখযোগ্য হারে কমেছে। কিন্তু সারাদেশে এখনও রয়ে গেছে।”
তবে ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপও নিয়ন্ত্রিত বলে মনে করেন তিনি।
সাঈদ খোকন সাংবাদিকদের জানান, ডেঙ্গু ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, নির্মূল ও এর একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৫ বছর মেয়াদী প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
কর্পোরেশনে বিদ্যমান জনবল কাঠামো সংশোধন করে ‘কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট’ নামে একটি বিভাগ তৈরি করা হবে। ওই বিভাগের মাধ্যম গৃহীত প্রকল্প ও কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন করা যাবে।
সিঙ্গাপুর সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন। এভাবে দেশটির মিনিস্ট্রি অব এনভায়রনমেন্ট, মিনিস্ট্রি অব হেলথ এবং হেলথ ইন্সটিটিউটের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার বিষয়ে একমত হয়েছেন তারা। সমঝোতা স্মারকটি স্বাক্ষর হলেই সেটা হয়ে যাবে বলে আশা করছেন দক্ষিণের মেয়র।
ঢাকা দক্ষিণের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদসহ কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।