পরবর্তী সরকারের জন্য দায়িত্ববোধের জায়গা তৈরি করতে চাই: অর্থ উপদেষ্টা
দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে পরবর্তী সরকারের জন্য দায়িত্ববোধের একটি জায়গা তৈরি করতে চান বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, 'আমরা পরবর্তী সরকারের জন্য একটি পদচিহ্ন রেখে যেতে চাই। আমরা যা করবো মানুষ সচেতন থাকবে। পরবর্তী সরকার যদি অনুসরণ না করে, মানুষই তাদের বাধ্য করবে। বাংলাদেশের আকাশ আর মেঘাচ্ছন্ন থাকবে না, সবার জন্য সূর্যের মতো আলো ছড়াবে।'
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
অর্থ উপদেষ্টা বলেন, 'যদি দুর্নীতি, রাজনৈতিক অনিশ্চয়তা না থাকত, তবে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ অনেক উপরে চলে যেত। আশা করি আমরা লক্ষ্যে পৌঁছাবো। এজন্য জবাবদিহির মানসিকতা রাখতে হবে। প্রকল্পে বাড়তি ব্যয় রাখার চেষ্টা করে সেখান থেকে দুর্নীতি করার পরিকল্পনা রাখা যাবে না। দেশের সব সরকারি দপ্তরকে তথ্য প্রযুক্তি খাতে গুরুত্ব দিতে হবে।'
বাজার দর নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমরা বাজার দর সহনীয় ও সাধারণ মানুষের নাগালে রাখার চেষ্টা করে অনেকটুকু নিয়ন্ত্রণে এনেছি। আমরা অগ্রাধিকার দিচ্ছি ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখা। নাগরিকদের সেলফ ডিসিপ্লিন থাকতে হবে। সব নিত্যপণ্যে কর প্রায় শূন্য করে দেওয়া হয়েছে।'