আগামী ১ মে থেকে গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার জরুনে কেয়া গ্রুপের চারটি কারখানা আগামী ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ৩১ ডিসেম্বরের এক নোটিশে বলা হয়, শ্রম আইনের বিধি অনুযায়ী, শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের সব পাওনা কারখানা বন্ধের পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে।
এর আগে গত ২৯ ডিসেম্বর শ্রমিক আন্দোলনের কারণে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পরে যৌথবাহিনীর মধ্যস্থতায় ২০২৫ সালের ১ জানুয়ারি কারখানা পুনরায় চালুর সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী, ১ জানুয়ারি কারখানা খোলা হয় এবং উৎপাদন শুরু হয়।
এই প্রক্রিয়ার মধ্যেই ৩১ ডিসেম্বর কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়। তবে বর্তমানে কারখানাগুলো যথারীতি চালু আছে। অন্য কোনো সমস্যা না হলো আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কারখানা খোলা থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন, কেয়া গ্রুপের সহকারী ব্যবস্থাপক মো. মাসুদ কামাল। তিনি বলেন, কারখানাগুলো ১ জানুয়ারি থেকে চালু আছে। ৩০ এপ্রিল পর্যন্ত চালু থাকবে। কর্মকর্তা-কর্মচারীরা তাদের পাওনাদি পাবেন। কারখানা ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।
১ মে থেকে কেয়া গ্রুপের বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো: কেয়া কসমেটিকস লিমিটেড (নিট কম্পোজিট গার্মেন্টস ডিভিশন, নিটিং বিভাগ, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন) ও গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকার কেয়া ইয়ার্ন মিলস লি.।
কর্তৃপক্ষ কারখানা স্থায়ীভাবে বন্ধের নোটিশে বন্ধের কারণ হিসেবে বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল অপর্যাপ্ততা ও কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতাকে দায়ী করেছে।
কেয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান (নিট কম্পোজিট ডিভিশন) স্বাক্ষরিত নোটিশটি কারখানার প্রধান ফটকে সাঁটিয়ে দেওয়া হয়েছে।
এর আগে গত ২৯ ডিসেম্বর থেকে কেয়া গ্রুপের কারখানার শ্রমিকেরা নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। কয়েক হাজার শ্রমিক কারখানার সামনে কোনাবাড়ী এলাকায় কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে আন্দোলন করেন। সেদিন শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ জারি করে।