যে কারণে চীনে আইফোনে বিরল ছাড় দিচ্ছে অ্যাপল
চীনে স্থানীয় ব্র্যান্ডগুলোর সাথে প্রতিযোগিতা বাড়ায় আইফোন বিক্রিতে ছাড় দেওয়া হচ্ছে। খুব কম সময়ের জন্য চীনারা এই ছাড়ে আইফোন কেনার সুযোগ পাবেন।
আগামীকাল শনিবার (৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া চার দিনের প্রমোশনে অ্যাপলের কিছু নতুন মডেলের ওপর ৫০০ ইউয়ান (৬৮.৫০ ডলার) পর্যন্ত ছাড় দেওয়া হবে।
চীনের অন্যতম বড় ফোন নির্মাতা হুয়াওয়ে নিজেদের উচ্চমানের মোবাইল ডিভাইসগুলোর দাম ২০ শতাংশ পর্যন্ত কমিয়েছে। চীনের অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে গ্রাহকরা খরচে অনীহা দেখাচ্ছেন, যা এই ছাড়গুলোর মাধ্যমে মোকাবেলা করা হচ্ছে।
অ্যাপলের অফারটি শীর্ষ মডেলগুলোর পাশাপাশি পুরোনো মডেল এবং কিছু অন্যান্য ডিভাইসের ওপরও প্রযোজ্য। সবচেয়ে বড় ছাড় ৫০০ ইউয়ান দেওয়া হবে অ্যাপলের ফ্ল্যাগশিপ আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সে। এই অফারটি চীনে লুনার নিউ ইয়ারের আগে দেওয়া হচ্ছে। এই উৎসব জানুয়ারির শেষে শুরু হবে।
অ্যাপল তার কৌশল পরিবর্তন করেছে, কারণ চীনা গ্রাহকদের কেনাকাটার আচরণ পরিবর্তন হয়েছে। বর্তমানে গ্রাহকরা মূল্যের দিকে বেশি মনোযোগী হয়ে উঠেছেন। এর কারণে, অ্যাপল ও হুয়াওয়ের মতো কোম্পানির জন্য মূল্য ছাড় দেওয়া জরুরি হয়ে উঠছে।
আন্তর্জাতিক ডাটা কর্পোরেশন (আইডিসি) এর সিনিয়র রিসার্চ ম্যানেজার উইল ওং বলেন, "চীনা গ্রাহকদের শপিংয়ের আচরণ পরিবর্তনের সঙ্গে অ্যাপল তার কৌশল পরিবর্তন করেছে।"
তিনি বলেন , "মূল্য অনুসন্ধানী প্রবণতা গ্রাহকদের জন্য ছাড় আরও আকর্ষণীয় করে তুলেছে। যদি অ্যাপল এমন একটি মূল্য কৌশল না নেয়, তবে প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে পড়তে পারে।"
এছাড়া, চীনের বাজারে প্রতিযোগিতা বাড়ছে। ভিভো ও শাওমির মতো স্থানীয় ব্র্যান্ডগুলো বাজারে তাদের অবস্থান শক্ত করেছে।
আইডিসির সর্বশেষ গবেষণা অনুযায়ী, ভিভো ছিল এই সময়ে চীনের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন নির্মাতা, যেহেতু তার বিক্রি ২০ শতাংশের বেশি বেড়েছে।
একই সময়ে হুয়াওয়ের বিক্রি ৪০ শতাংশ বেড়েছে, আর অ্যাপলের বিক্রি ০.৩ শতাংশ কমেছে। শেনঝেন ভিত্তিক হুয়াওয়ে গত আগস্টে প্রিমিয়াম স্মার্টফোন বাজারে ফিরিয়ে এনেছে এবং নতুন ডিভাইস বাজারে নিয়ে এসেছে।
কাউন্টারপয়েন্ট রিসার্চের সিনিয়র অ্যানালিস্ট ইভান ল্যাম বলেন, "বাজারে প্রতিযোগিতা বেড়েছে। প্রায় সবাই গত ত্রৈমাসিকে ফ্ল্যাগশিপ ফোন বাজারে ছেড়েছে।"
হুয়াওয়ে তার প্রিমিয়াম স্মার্টফোন বাজারে ফিরিয়ে আনার পর ব্র্যান্ডটির পণ্যের চাহিদা বেড়েছে