অ্যালবাম করার চেয়ে এক গ্লাস ওয়াইন খাওয়া ভালো: অ্যাডেল
দীর্ঘদিন ধরে 'হচ্ছে-হবে' করেও নতুন অ্যালবাম প্রকাশ পাচ্ছে না ব্রিটিশ তারকা গায়িকা অ্যাডেলের। এ ব্যাপারে দীর্ঘ বিরতি শেষে মুখ খুললেন তিনি।
শনিবার এক টিভি অনুষ্ঠানে অ্যাডেল ঠাট্টাচ্ছলে বলেন, 'অ্যালবামের কাজ এখনো শেষ হয়নি। (আমার তো মনে হয়) এর চেয়ে বরং মাথায় পরচুলা পরা কিংবা এক গ্লাস ওয়াইন খাওয়া ভালো!'
ক্যারিয়ারের শুরু থেকেই কিঞ্চিৎ স্থূলস্বাস্থ্যের অধিকারী ছিলেন এই গায়িকা। সম্প্রতি তিনি বিস্ময়কর রকমের স্লিম হয়েছেন।
এ প্রসঙ্গে বলেন, 'আপনারা আমাকে শেষবার যে রকম দেখেছেন, জানি, আমি দেখতে এখন তারচেয়ে একদম পাল্টে গিয়েছি। তবে আসলে কোভিড বিধিনিষেধ ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আমাকে হালকা ভ্রমণের মধ্যেই নিজেকে আটকে রাখতে হয়েছে। তাই আমাকে এখন যেমনটা দেখাচ্ছে, সেটি আসলে আমার চাওয়ার অর্ধেক। আমিও আরও স্লিম হতে চেয়েছিলাম।'
৩২ বছর বয়সী এই গায়িকার প্রথম অ্যালবাম বের হয় ২০০৮ সালে, '১৯' শিরোনামে। এরপর ২০১১ সালে '২১' ও ২০১৫ সালে '২৫' শিরোনামে নিজের দ্বিতীয় ও তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন তিনি। তারপর থেকে চলছে অ্যালবাম প্রকাশে দীর্ঘ বিরতি।
- সূত্র: কাভার মিডিয়া