ব্যাগে লুকানো ছিল কুমিরের খুলি, দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার কানাডিয়ান
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কুমিরের খুলি নিয়ে ধরা পড়েছেন এক কানাডিয়ান নাগরিক। প্রায় ৮০০ গ্রাম ওজনের খুলিটি তার ব্যাগে লুকানো ছিল। কানাডা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছানোর পর নিরাপত্তা তল্লাশিতে তিনি ধরা পড়েন। খবর বিবিসির।
দিল্লি শুল্ক বিভাগ জানায়, পরীক্ষার পর ক্রিম রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ধারালো দাঁতসহ প্রায় ৭৭৭ গ্রাম ওজনের একটি খুলির সন্ধান মেলে, যা দেখতে বাচ্চা কুমিরের চোয়ালের মতো।
বন্যপ্রাণী সুরক্ষা আইন এবং শুল্ক আইনের লঙ্ঘন করায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলিটি পরে বন ও বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগের পরীক্ষায় নিশ্চিত হয়েছে এটি একটি সংরক্ষিত প্রজাতির কুমিরের খুলি।
তারা জানায়, খুলির গঠন, দাঁতের বিন্যাস, এবং নাসারন্ধ্র বিশ্লেষণে এটি বাচ্চা কুমিরের খুলি বলে নিশ্চিত করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বন কর্মকর্তা রাজেশ ট্যান্ডনের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, ওই ব্যক্তি খুলিটি থাইল্যান্ড থেকে কিনেছেন বলে অভিযোগ রয়েছে। তার কাছে বন্যপ্রাণী সংক্রান্ত সামগ্রী বহনের জন্য প্রয়োজনীয় অনুমতিও ছিল না। এছাড়া তিনি দাবি করেছেন, কুমিরটি শিকার বা হত্যা করেননি।
দিল্লি শুল্ক বিভাগ জানিয়েছে, তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
এর আগে, গত বছর দিল্লি বিমানবন্দরে এক কানাডিয়ান নারীকে অজ্ঞাত প্রাণীর শিঙ বহনের অভিযোগে আটক করা হয়। তিনি জানিয়েছিলেন, লাদাখ ভ্রমণের সময় শিঙটি কুড়িয়ে নিয়ে স্মৃতিচিহ্ন হিসেবে সঙ্গে এনেছিলেন।