ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে, আমরা সে কলম ভেঙে দেব: হাসনাত আব্দুল্লাহ
ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবে, আমরা সে কলমগুলো ভেঙে দেব বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, 'যেসব টক শো, যেসব মিডিয়াপাড়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী আওয়ামী লীগের মানবাধিকারের জন্য লড়াই করছেন; আপনারা এ ফ্যাসিবাদের তেল নুন ঘি খেয়ে এত দিন পর্যন্ত ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবেন, সেই কলমগুলো ভেঙে দেব।'
মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে, সে মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে। আমাদের তরুণ প্রজন্মের কথা যদি বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে পরবর্তীতে যারাই নীতি- নির্ধারণের ফোরামে আসবেন, তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে।'
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, 'আমাদের হারানোর কিছুই নেই। আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হবে কি-না সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে ৫ আগস্ট। যারা পুনর্বাসনের কথা বলছেন; তাদের বলতে চাই আওয়ামী লীগের রাজনীতি পুর্নবাসিত হবে কি-না সেটা এটা এখন প্রাসঙ্গিক আলাপ নয়। বরং আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে।'
তিনি আরও বলেন, 'তাদের বিচার নিশ্চিত না হওয়ার জন্য যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলবে, যারা বলবে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, আমরা ধরে নেব আওয়ামী লীগের সঙ্গে তাদের ইন্ধন ছিল।'
পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ প্রমুখ।
এদিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভার আয়োজন করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।