জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই: আসিফ নজরুল
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, 'জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই।'
তিনি বলেন, 'যখন জুলাই আন্দোলনের ছবিগুলো আমি দেখি, অত্যাচারের চিত্রগুলো দেখি; তখন মনে হয় যদি আমরা খুনের বিচার করতে না পারি তাহলে আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই।'
বুধবার (১৫ জানুয়ারি) সকালে বাংলা একাডেমিতে আয়োজিত 'দ্য জুলাই রেভ্যুলেশন: এভিডেন্স অব অ্যাট্রোসিটিস'- শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, 'আমি কথা দিচ্ছি এগুলোর সুবিচার আমরা নিশ্চিত করব। আমি মনে করি এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সুবিচার নিশ্চিত করা। আমাদের কাছে মনে হয় কালকেই যদি এর বিচার করতে পারতাম। কিন্তু বিচারের কিছু প্রসিডিউর আছে। শেখ হাসিনার বিচারের চেয়ে আমাদের বিচার যে ভিন্ন সেটা আমাদের এনশিওর করতে হবে। এজন্য কিছুটা সময় লাগছে।'
তিনি বলেন, 'সংস্কারের মূল উদ্দেশ্য হলো ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনো শাসক এত নির্মম হয়ে উঠতে না পারে।'
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, 'অতীতে ট্রাইব্যুনালকে যেভাবে কলঙ্কিত করা হয়েছিল, এবার যেন এমনটা না হয়, সে লক্ষ্যে কাজ চলছে। জুলাই-আগস্ট আন্দোলনে কারা পেছন থেকে নির্দেশ দিয়েছে, তা বের করার চেষ্টা চলছে।'
ন্যায়বিচার নিশ্চিত করা ও যথাযথ প্রক্রিয়ায় বিচার এগিয়ে নিতে কিছুটা সময় দিতে শহীদ পরিবারের প্রতি অনুরোধ জানান তাজুল ইসলাম।
তিনি বলেন, 'শহীদ পরিবারগুলো থেকে দ্রুত বিচারের চাপ রয়েছে কিন্তু আমরা চাপ অনুভব করছি না। যুক্তিসঙ্গত সময় নেব আমরা, বিচারে দেরি করা হবে না। শহীদ পরিবারের কাছে ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।'