প্রত্যেক বিভাগে হাইকোর্টের স্থায়ী আসনের সুপারিশ সংবিধান সংস্কার কমিশনের
উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে দেশের সব বিভাগে হাইকোর্টের স্থায়ী আসন প্রবর্তনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন।
আজ বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন সংবিধান সংস্কার কমিশন। সেখানে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আসন রাজধানীতেই থাকবে। তবে হাইকোর্টের সমান এখতিয়ার প্রাপ্ত সব বিভাগেই একটি করে স্থায়ী হাইকোর্ট বিভাগ থাকবে।
এখানে আরও বলা হয়েছে- সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে একটি স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠন করতে হবে। এর সদস্যরা হবেন - প্রধান বিচারপতি (পদাধিকারবলে কমিশনের প্রধান); আপিল বিভাগের পরবর্তী দুজন জ্যেষ্ঠ বিচারক (পদাধিকারবলে সদস্য); হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম দুজন বিচারপতি (পদাধিকারবলে সদস্য); অ্যাটর্নি জেনারেল এবং একজন নাগরিক (সংসদের উচ্চকক্ষ কর্তৃক মনোনীত)।
সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য উপযুক্ত জ্ঞান ও দক্ষতার অধিকারীর পাশাপাশি সততা ও সত্যনিষ্ঠার শর্ত অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে সুপারিশে। এছাড়া আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে সর্বোচ্চ-জ্যেষ্ঠ বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদানকে প্রাতিষ্ঠানিকীকরণের একটি বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা; সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল এবং কমিশন বিচার বিভাগকে পূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদানের সুপারিশ করছে।