এবার যুবলীগ থেকে খালেদকে বহিষ্কার
শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফকিরাপুলের ‘ইয়াং মেন্স' ক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ভুঁইয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রাজধানীতে ক্লাবের ভেতরে অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে গ্রেপ্তারের দু'দিন পর এ সিদ্ধান্ত জানা গেল।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে খালেদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ জানিয়েছেন।
যুবলীগ কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওেয়া হয়েছে বলেও জানান তিনি।
ফকিরাপুল এলাকার ‘ইয়াং মেন্স’ ক্লাবের সভাপতি খালেদকে ক্লাবের ভেতরে অবৈধ ক্যাসিনো চালানোর দায়ে বুধবার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে দায়েরকৃত করা দুটি মামলায় বৃহস্পতিবার পৃথক দুটি আদালত তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।
র্যাব সদস্যরা একই সময়ে খালেদের বাড়ি ও ‘ইয়াং মেন্স’ ক্লাবে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী বাড়ি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র জব্দ এবং ক্লাব থেকে বিপুল পরিমাণ মদ, জুয়ার সামগ্রী ও ২৪ লাখ টাকাসহ ১৪২ জনকে আটক করে।