কাবরেরা-বাটলারেই আস্থা বাফুফের
নতুন কোনো কোচ নয়, পুরুষ ও নারী জাতীয় দলে পুরোনো দুই কোচকেই রেখে দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগের মতো পুরুষ দল সামলাবেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাই। নারী দলের ক্ষেত্রে আরও একবার পিটার বাটলারের ওপর ভরসা রাখছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
কাবরেরা ও বাটলারের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হয় গত বছরের ৩১ ডিসেম্বর। এ দুজনের সঙ্গে নতুন চুক্তি করা হয়েছে। ২০২৬ সালের মার্চে এশিয়ান কাপের বাছাই পর্যন্ত পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব থাকছেন কাবরেরা। মেয়েদের দল সামলানো ইংলিশ কোচ বাটলারের দায়িত্ব পালন করবেন ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রায় দুই বছরের জন্য বাফুফের সঙ্গে চুক্তি হয়েছে তার।
যদিও গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে বাটলারের বিরুদ্ধে অভিযোগ আনেন নারী দলের ফুটবলাররা। বাটলারও পাল্টা অভিযোগে বলেন, সিনিয়র মেয়েরা কারও কথায় প্রভাবিত হয়ে এমন করেছেন। বাংলাদেশ নারী দলের সঙ্গে বাটলারের সম্পর্ক থাকছে না, এমনই ভাবা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বাটলারই মেয়েদের দায়িত্বে থাকছেন।
মার্চে আন্তর্জাতিক ম্যাচের উইন্ডোতে মেয়েদের জন্য ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বাফুফে। সেটার প্রস্তুতি হিসেবে বাফুফে ভবনের ক্যাম্পে ডাক পাওয়া ৩১ জনের মধ্যে ১৩ জন এসেছেন গতকাল প্রথম দিনে। এ ছাড়া ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপে প্রথম ম্যাচের আগে সৌদি আরবে ক্যাম্প আয়োজনের চেষ্টা করছে বাফুফে।