ভূমিকম্পে তুরস্ক ও গ্রিসে নিহত ২৭
শুক্রবার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। অ্যাজিয়ান সাগরে আঘাত হানা ওই ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭-এ।
দেশটির পশ্চিমাঞ্চলের শহর ইজমিরের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
দেশটির সরকারি সূত্র জানিয়েছে, সমুদ্রকূলবর্তী ওই অঞ্চলে ২৫ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, একই ভূমিকম্পে দেয়াল চাপা পড়ে এক কিশোরী ও এক কিশোরের মৃত্যু ঘটেছে গ্রিসের সামোস দ্বীপে।
ইজমিরে অন্তত ২০টি ভবন ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
তুরস্কের তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এএফএডি) ভাষ্যমতে, ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ৮০৪ আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের শক্তি ছিল রিখটার স্কেলে ৭ মাত্রার।
অন্যদিকে, এএফএডি ভাষ্য, গ্রিনিচ সময় ১১টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিট) আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬।
- সূত্র: আরব নিউজ/সিএনএন