আফগানিস্তানের বিপক্ষে হারের বৃত্ত ভাঙতে মাঠে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেখা হয়েছে পাঁচবার। এর মধ্যে বাংলাদেশ প্রথম ও একমাত্র জয়ের দেখা পায় ২০১৪ সালের ১৬ মার্চ। চলমান সিরিজের প্রথম দেখায় হারার পর কড়া সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ। হারের এই বৃত্ত ভাঙতে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের আগে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিয়ম রক্ষার এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ।
আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত অভিষেকের পরই চোট লাগায় ছিটকে পড়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার আমিনুল ইসলাম। তার বদলে দলে জায়গা হয়েছে ব্যাটসম্যান সাব্বির রহমানের।
সিরিজে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ২৫ রানে জয় পায় আফগানিস্তান। আগামী ২৪ সেপ্টেম্বর আবার ফাইনালে মুখোমুখি হবে এ দুটি দল।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটস দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, সাব্বির রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, শফিকউল্লাহ, আসগর আফগান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, নাভিন-উল-হক, মুজিব উর রহমান।