ফ্লাইটে বোমা হামলার হুমকি: তল্লাশিতে সে ধরনের কিছু পাওয়া যায়নি
ইতালির রোম থেকে ঢাকায় আসা ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে বোমা বা এ ধরনের কোনো হুমকি পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
দুপুরে এক বিবৃতিতে তিনি বলেন, 'প্রোটোকল অনুযায়ী সমস্ত লাগেজ এবং জিনিসপত্র চেক করা হয়েছে। কোনো হুমকি পাওয়া যায়নি।"
'স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় তল্লাশি কার্যক্রম হয়েছে।'
'আমরা এখন লাগেজ হস্তান্তরের কাজ করছি,' যোগ করেন তিনি।
এদিকে, বুধবার বিকেলে ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, 'বিমানের রোম ফেরত ফ্লাইটে বিস্ফোরক থাকতে পারে এমন তথ্যটি এসেছে পাকিস্তানি একটি হোয়াটস অ্যাপ নম্বর থেকে।'
তিনি বলেন, 'ম্যাসেজটি আসে এয়ারপোর্ট এপিবিএন'র কন্ট্রোল রুমের নম্বরে। পরে তারা কন্ট্রোল রুম থেকে এয়ারপোর্টের নির্বাহী পরিচালকের কাছে পাঠানো হয়।'
তিনি আরও বলেন, 'বার্তাটি সতর্কতা হিসেবে জানানোর জন্য দেওয়া হয়েছে, এটি কোনো হুমকি নয়— বলেও বার্তায় উল্লেখ করা হয়।'
বার্তা পাওয়ার পর ওই নম্বরে ফোন করা হলেও তা রিসিভ করা হয়নি উল্লেখ করে বেবিচক চেয়ারম্যান বলেন, 'বিমানবন্দর থেকে ফোন করা হলেও অপরপ্রান্ত থেকে সেটি রিসিভ করা হয়নি। তবে একইসঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং অব্যাহত রাখা হয়, পাশাপাশি সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়।'
বার্তাপ্রদানকারী সন্দেহজনক লাগেজের ছবিও দিয়েছে জানিয়ে তিনি বলেন, 'তথ্যানুযায়ী আমরা সন্দেহজনক দু'টি ব্যাগ স্ক্রিনিং করেছি। কিছু পাওয়া যায়নি।'
এর আগে, আজ (২২ জানুয়ারি) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
ফ্লাইটটি ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য নিয়ে আজ সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে।
হুমকির বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে কামরুল ইসলাম বলেন, 'একটি অপরিচিত নম্বর থেকে আমরা ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়েছি। সব যাত্রী নিরাপদে বিমান থেকে নেমে টার্মিনালে গেছেন।'
সেখানে আর কোনো ধরনের হুমকি আছে কিনা, তা খতিয়ে দেখতে প্রোটোকল অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
নির্বাহী পরিচালক আরও জানান, পরিস্থিতি নিয়ে পরে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ফ্লাইটে বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে তল্লাশি চালানো হচ্ছে। ফ্লাইটের যাত্রীদের রাখা হয়েছে টার্মিনাল ভবনে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট ও ক্যাফেতে তল্লাশি চালানো শুরু করে।
যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হবে। যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের বোমা পাওয়া যায়নি।"
এর আগে, রোম থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইট অবতরণের আগে বিমান থেকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়, ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছেন।
এমন তথ্যের ভিত্তিতে ফ্লাইট অবতরণের পর বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়।