আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ
আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
তিনি বলেছেন, 'বাংলাদেশপন্থীরাই এদেশে রাজনীতি করবে। এদেশে আর কোনো বাকশালের সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগ ফেরত আসলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে।'
আজ শনিবার (২৫ জানুয়ারি) লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, 'সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে, তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই এদেশে করতে দেওয়া হবে না। এদেশ বাংলাদেশপন্থীদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লিপন্থিদের আর জায়গা হবে না।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের বিরোধ নেই। তবে দিল্লির তাঁবেদারি যারা করবে, তাদের বিরোধিতা আমরা করবই।'
এদিন বিকেলে লক্ষীপুরের রামগঞ্জ সরকারী কলেজ মাঠে মাহফুজ আলমকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে সকালে চাঁদপুরে এক সভায় নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে মাহফুজ আলম বলেন, শেখ হাসিনার ধ্বংস করা প্রতিষ্ঠানগুলোর সংস্কার করে তবেই নির্বাচন দেওয়া হবে। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। তাই সংস্কার কমিশনগুলোর পরামর্শ নিয়ে আগে সংস্কার করা হবে।