ভোট যুদ্ধ চলছে এখন শুধু ৫ রাজ্যে!
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘিরে টানটান উত্তেজনা বিশ্বব্যাপী। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি কে হবেন, তা জানতেই আগ্রহী সকলে।
এই মুহূর্তে হোয়াইট হাউজের মসনদ জয় নির্ভর করছে অ্যারিজনা, জর্জিয়া, উইসকনসিন, নেভাডা এবং পেনিসেলভানিয়া রাজ্যের চূড়ান্ত ভোট গণনার উপর।
মিশিগানে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জিতে গেছেন, জানাচ্ছে বার্তা সংস্থা এপি। জয়ের জন্য তার দরকার আর মাত্র ৬টি ইলেক্টোরাল ভোট। ৯৯ শতাংশ ভোট হিসাবের পর এখানে বাইডেন পেয়েছেন ৫১ শতাংশ এবং ট্রাম্প প্রায় ৪৮ শতাংশ। অন্যান্য প্রার্থী প্রায় ২ শতাংশ।
বুধবার সন্ধ্যায় (যুক্তরাষ্ট্র সময়) বাইডেন জানান, 'গণনা শেষে জয় আমাদের ঘরেই আসবে।' নির্বাচনী রাতে ট্রাম্পের জয় নিয়ে করা মিথ্যে দাবির পর তিনি একথা বলেছেন।
জনসংখ্যা ঘনত্বের উপর নির্ভর করে যুক্তরাষ্ট্রের কোন রাজ্য কতটি ইলেক্টোরাল ভোটের অধিকারী হবে, তা নির্ধারণ করা হয়। মোট ৫৩৮টি'র মধ্যে জয় সুনিশ্চিতে দরকার হয় ২৭০ ভোটের সংখ্যাগরিষ্ঠতা। ইতোমধ্যে ২৬৪টি ইলেক্টোরাল ভোট জিতেছেন বা জয়ের পথেই আছেন বাইডেন।
বাকি ছয়টি পাবেন নেভাডায় জয় নিশ্চিত হলেই। অর্থাৎ, হোয়াইট হাউজে যাওয়ার পথে তার সামনে কোনো বাধা থাকবে না। যদিও, এ রাজ্যে ট্রাম্পের সঙ্গে তার ব্যবধান খুব বেশি নয়।
নেভাডায় মোট ভোট গণনা করা হয়েছে ৭৫ শতাংশ। ডাকযোগে আসা বিপুল ভোট গণনা আবারও শুরু হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে। এরমধ্যে জো বাইডেন পেয়েছেন ৪৯ শতাংশ বা ৫,৮৮,২৫২ ভোট। জিওপি বা রিপাবলিকান প্রার্থী ট্রাম্পও পেয়েছেন ৪৯ শতাংশ বা ৫,৮০,৬০৫টি ভোট। ব্যবধান মাত্র ৮ হাজারের।
বাকি ভোট হিসাবের পর নেভাদায় ট্রাম্পের কাছে হেরে গেলে নির্বাচনী রণক্ষেত্র হয়ে উঠবে পেনিসেলভানিয়া। এখানে মোট ৮৭ শতাংশ ভোট গণনা করা হয়েছে। ট্রাম্প পেয়েছেন ৫১ শতাংশ বা ৩২,২১,১৪৬টি ভোট। অনেকটা পিছিয়ে ৪৮ শতাংশ বা ৩০,৭৮,৬৭৬ ভোট নিয়ে তাকে অনুসরণ করছেন বাইডেন। তবে ধীরে ধীরে বাইডেনের সঙ্গে ট্রাম্পের ব্যবধান কমা শুরু হয়েছে বুধবার ডাকযোগে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই।
রাজ্যের মোট ইলেক্টোরাল ভোটসংখ্যা ২০টি। সেখানে ডাকযোগে পাওয়া লাখ লাখ ভোট এখনও গণনা করা হয়নি। আর যুক্তরাষ্ট্র জুড়ে ডাকে পাওয়া ভোট বেশিরভাগ স্থানে বাইডেনের পক্ষেই পড়েছে।
১৩ শতাংশ ভোট গণনা বাকি থাকায় এখানে বাইডেনের এগিয়ে যাওয়ার সুযোগ খুবই বেশি। এই ভয়েই ট্রাম্পের নির্বাচনী শিবির রাজ্যের আদালতে ভোট গণনা বন্ধ রাখার দাবি করে মামলা করেছে।
তারপরও আজ বৃহস্পতিবার সকাল (বাংলাদেশ সময় রাত) থেকে ভোট গণনা যথারীতি শুরু হয়। এই রাজ্যের ভোট গণনা সবচেয়ে বেশি বাকি ফিলাফেলডিয়া শহরে। ডাকযোগে পাওয়া অনেক ভোট আজ বৃহস্পতিবার হিসাব করা হবে।
২০১৬ সালে এই রাজ্যে ৪৪ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বাইডেনের বিপক্ষে বিজয় তার জন্য সহজ হচ্ছে না, বরং পাশার দান উল্টে যাওয়ার শঙ্কা রয়েছে।
পেনিসেলভানিয়ার স্ক্রানটন শহরে জন্মগ্রহণ করেছিলেন জো বাইডেন। জ্যেষ্ঠ নাগরিক এবং নগর উপকণ্ঠে বসবাসকারীদের মধ্যে তার শক্ত সমর্থন রয়েছে। ২০১৬ সালে এই দুই জনগোষ্ঠীর সাহায্যেই ট্রাম্পের জয় আসে।
রাজ্যটির কর্মকর্তারা জানিয়েছেন, ডাকযোগে আসা ট্রাম্পের প্রতি একটি ব্যালটের বিপরীতে তারা বাইডেনের পক্ষে নয়টি ব্যালট পাচ্ছেন। এই ধারা অব্যাহত থাকলে ইলেক্টোরাল ভোটে বড় ব্যবধান নিয়েই হোয়াইট হাউজের অধিকার নিশ্চিত করে ফেলবেন বাইডেন।
- সূত্র: বিবিসি, এনপিআর