চলে গেলেন উরিয়াহ হিপের কিবোর্ডিস্ট কেন হেন্সলি
ব্রিটিশ রক ব্যান্ড 'উরিয়াহ হিপ'-এর সাবেক কিবোর্ড প্লেয়ার কেন হেন্সলি মারা গেছেন। মৃত্যুকালে এই রকস্টারের বয়স হয়েছিল ৭৫ বছর।
ব্যান্ডটির শুরুর দিকের 'ইজি লিভিং', 'স্টিলিং' ও 'লেডি ইন ব্ল্যাক'সহ বেশ কিছু গান লিখেছিলেন এবং গেয়েছিলেন হেন্সলি।
দিন কয়েক রোগ ভোগের পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি 'শান্তিতে' মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার ম্যানেজার।
তার মৃত্যুতে সাবেক ব্যান্ড-সঙ্গী মাইক বক্স বলেছেন, হেন্সলির মিউজিক 'মানুষের হৃদয়ে চিরকাল রয়ে যাবে।'
'কেন হেন্সলির মৃত্যুসংবাদ পেয়ে আমি গভীর শোকাহত। ওর পরিবার ও স্ত্রী মনিকার প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি,' বলেন উরিয়াহ হিপের লিড গিটারিস্ট বক্স।
তিনি আরও বলেন, 'ব্যান্ডটিতে থাকাকালে চমৎকার কিছু গান লিখেছেন কেন। সেগুলো একটি মিউজিক্যাল লিগ্যাসি হিসেবে মানুষের মনে চিরকাল রয়ে যাবে। রেস্ট ইন পিস, কেন।'
১৯৭০-এর দশকে, উরিয়াহ হিপের উত্তাল সময়ে ব্যান্ডটিতে যোগ দেন হেন্সলি। হেভি ও প্রোগ্রেসিভ রক ধারার এই ব্যান্ডে তার কিবোর্ডের উচ্চকিত বাজনা এক নতুন মাত্রা যোগ করে।
সাউথ ইস্ট লন্ডনে জন্ম নেওয়া হেন্সলি বেড়ে ওঠেন স্টেভেনেজ অঞ্চলে। সম্প্রতি 'মাই বুক অব অ্যানসারস' নামে একটি নতুন প্রকল্পের কাজ শেষ করেছিলেন, সেটি আগামী ফেব্রুয়ারিতে প্রকাশ পাওয়ার কথা।
- সূত্র: বিবিসি