হাইতি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেটালিকা
হাইতিতে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৫০ হাজার ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে তুমুল জনপ্রিয় আমেরিকান হেভি মেটাল ব্যান্ড 'মেটালিকা'। ত্রাণ সহযোগিতায় কাজ করা সংগঠন 'অল উইদিন মাই হ্যান্ডস ফাউন্ডেশে' এ টাকা জমা দেওয়া হবে বলে বুধবার জানায় ব্যান্ডটি।
জানা গেছে, ১৪ আগস্টের ওই ভূমিকম্পে অন্তত ২ হাজার ২০৭ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ১২ হাজারেরও বেশি মানুষ। বিধ্বস্ত হয়ে গেছে ৫০ হাজারেরও বেশি ঘর-বাড়ি।
এ অবস্থায় ওই অঞ্চলে করোনাভাইরাসের পাশাপাশি কলেরা ও অন্যান্য অসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওখানে জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা, ত্রাণ, তাঁবু, হাইজেনিক কিট ও পিপিই প্রয়োজন। ইতোমধ্যেই কার্ডি বি, ডন ওমর, স্টিভেন ভ্যান জ্যান্ট-সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা হাইতির বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়েছেন।
এর আগে, ২০১৮ সালে ক্যারিবিয়ান দেশটিতে একটি ৫.৯ মাত্রার ভূমিকম্পে এক ডজনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। তার আগে। ২০১০ সালে ৭.১ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান আনুমানিক ৩ লাখ মানুষ।
-
সূত্র: বিলবোর্ড