ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আশুলিয়ায় দুই পক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়া, আটক ৬
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/11/21/beating.jpg)
ঢাকার আশুলিয়ায় ঝুট ব্যাবসার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ। যদিও তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ বলছে, একটি পক্ষ আগে থেকেই আশুলিয়ার বাইপাইল কাইচাবাড়ি এলাকায় অবস্থিত প্রুডেন্ট ফ্যাশন লিমিটেডের ঝুট নিয়ে আসছে। সম্প্রতি আরেক পক্ষ সেই কারখানার ঝুটের ব্যবসার এই নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে— তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
বিষয়টিকে কেন্দ্র করে যেই পক্ষ নতুন করে ঝুট নেওয়ার চেষ্টা করছে, তারা অপর পক্ষের ওপর হামলা করা ছাড়াও— লোহার রডসহ দেশীয় অস্ত্র হাতে কারখানার কাছাকাছি অবস্থান নিয়ে মহড়ার প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে।
যদিও কারখানা কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করছে। প্রুডেন্ট ফ্যাশন লিমিটেডের কোম্পানি ভাইস প্রেসিডেন্ট রিয়াজ মুঠোফোনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, তাদের কারখানাকে কেন্দ্র করে এমন কোন ঘটনা ঘটেনি, এমন কোন সংবাদও তার কাছে নেই।
তবে স্থানীয়রা বলছেন, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিকালে কাইচাবাড়ি এলাকায় স্থানীয় দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এসময় উভয় গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার পাশাপাশি উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।
যোগাযোগ করলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রায় ৩৫টি লোহার রড উদ্ধারের পাশাপাশি ৬ জনকে, যারা নতুন করে কারখানাটির ঝুটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল— আটক করা হয়েছে। গুলির বিষয় আমরাও শুনেছি, কিন্তু নিশ্চিত হতে পারিনি। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'