সায়েন্সল্যাবে সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/city_clg.jpg)
পূর্বশত্রুতার জেরে রাজধানীর ধানমন্ডি এলাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য, আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির তিন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছেন সিটি কলেজের শিক্ষার্থীরা। ছুরিকাঘাতে আহত হয়ে তারা এখন ল্যাবএইড হাসপাতালে ভর্তি।
এদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, সিটি কলেজের দুই ছাত্রীকে হেনস্থা করার ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়েছে। সকাল থেকে দফায় দফায় মারামারি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। বন্ধ আছে মিরপুর সড়কে যান চলাচল। ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। বিকেল সোয়া ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এর আগে ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।