শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে: ডিবি
![](https://www.tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/02/06/image1737201387.jpg)
রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করার মাত্র আধা ঘণ্টা পরেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা তাদের বক্তব্য পরিবর্তন করে জানিয়েছে, শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩৪ মিনিটে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রাত ৮টার দিকে তিনি টিবিএসকে নিশ্চিত করেন, ডিবি সদস্যরা রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা শাওনকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে।
প্রয়াত সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজের জামালপুরের গ্রামের বাড়িতে বৃহস্পতিবার বিকেলে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। তার কয়েক ঘণ্টা পর তাকে আটকের খবর জানা যায়।
জানা গেছে, বিক্ষুব্ধ লোকজন সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নুরুন্দি রেলওয়ে স্টেশনের কাছে বাড়িটি পুড়িয়ে দিয়েছেন।
এটি শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর পারিবারিক বাড়ি। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সদর) আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
শাওনের মা বেগম তহুরা আলী পূর্বে সংরক্ষিত মহিলা আসন থেকে দুই মেয়াদে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন (১৯৯৬-২০০১ এবং ২০০৯-২০১৪)।
গত সাধারণ নির্বাচনে শাওন নিজেই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা কোটা থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পক্ষে কিছুদিন আগে সরব হয়েছিলেন শাওন। যা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা করেন অনেকে।