বেঙ্গালুরুর রাস্তায় ব্রিটিশ পপ তারকা এড শিরানের গানে পুলিশের বাধা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/capture.jpg)
ভারতের বেঙ্গালুরুতে রোববার ব্রিটিশ পপ তারকা এড শিরানকে ফুটপাতে গান গাইতে বাধা দেয় পুলিশ। খবর বিবিসির
পুলিশ জানিয়েছে, ফুটপাতে গান গাওয়ার জন্য প্রয়োজনীয় অনুমতি নেননি এই শিল্পী।
এক ভিডিওতে দেখা যায়, স্থানীয় পুলিশ কর্মকর্তা বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে শিরানের মাইক বন্ধ করে দিচ্ছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
কর্মকর্তারা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, ওই এলাকায় যানজট এড়াতে শিরানের টিমের পক্ষ থেকে রাস্তায় গান পরিবেশনের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।
তবে শিরান ইনস্টাগ্রামে জোর দিয়ে বলেছেন, 'আমাদের গান গাওয়ার অনুমতি ছিল। তাই ওই জায়গায় আমাদের গান পরিবেশনের পরিকল্পনা আগে থেকেই ছিল। দেখা হবে আজ রাতের অনুষ্ঠানে।'
এর আগে গতকাল শনিবার বেঙ্গালুরুতে কনসার্ট করেন শিরান, রোববার সন্ধ্যায় বেঙ্গালুরুতে দ্বিতীয় অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা পুলিশের হস্তক্ষেপের সমালোচনা করেছেন।
এক ভক্ত বলেছেন: 'আমরা একটি 'আঙ্কেলক্রেসি'তে বাস করছি।'
তবে ক্ষমতাসীন বিজেপি দলের স্থানীয় এমপি পিসি মোহন বলেন, 'বিশ্ববিখ্যাত তারকাদেরও স্থানীয় নিয়ম মানতে হবে - অনুমতি না থাকলে, পারফর্মও করা যাবে না!'
শিরান টানা দ্বিতীয় বছরের মতো ১৫ দিনের সফরে ভারতে এসেছেন। এরই মধ্যে তিনি পুনে, হায়দরাবাদ, চেন্নাইয়ে পারফর্ম করেছেন। এরপর তার ভারতের উত্তর-পূর্বাঞ্চলের শিলং এবং রাজধানী দিল্লিতে পারফর্ম করার কথা রয়েছে।
বেঙ্গালুরুর কনসার্টে শিরান মঞ্চে গায়িকা শিল্পা রাওয়ের সঙ্গে তেলুগু ভাষায় দুটি হিট আঞ্চলিক গান গেয়ে ভক্তদের চমকে দেন।
এর আগে গত বছর বার্মিংহামে ভারতীয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে সহযোগিতা করেছিলেন তিনি।