চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হচ্ছেন হাসান মাহমুদ
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারতে গত ৭ ফেব্রুয়ারি থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। আজ মিরপুরে তৃতীয় দিনের অনুশীলন সেরেছেন ক্রিকেটাররা। আইসিসির সেরা আট দলের টুর্নামেন্টের প্রস্তুতিতে বাংলাদেশ দলের অংশ হয়েছেন হাসান মাহমুদ, যদিও তিনি ১৫ সদস্যের দলে নেই। কেবল প্রস্তুতির পর্বের জন্য ডানহাতি এই পেসারকে দলে নেওয়া হয়েছে। দলের সঙ্গে দুবাইও যাবেন তিনি, টুর্নামেন্ট শুরু হলে ফিরবেন দেশে।
নাম না প্রকাশ করার শর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এটা জানিয়েছেন। কেবল হাসানই নন, আরও কয়েকজন পেসারের যোগ দেওয়ার কথা বলে জানান তিনি। জানা গেছে, বাংলাদেশ দলের সঙ্গে দুবাই যাবেন চিটাগং কিংসের হয়ে গোটা বিপিএলজুড়ে দারুণ বোলিং করা খালেদ আহমেদ। স্কোয়াডে না থাকা এমন তিন-চারজন পেসার দুবাই যেতে পারেন।
সোমবার দলের সঙ্গে যোগ দিলেও পুরো সময় ছিলেন না হাসান, জিম সেশনটা করেন তিনি। তবে কাল থেকে পুরো অনুশীলনেই থাকবেন খুলনা টাইগার্সের হয়ে বিপিএলের ছন্দময় বোলিং করা ২৫ বছর বয়সী এই পেসার। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তরুণ গতি তারকা নাহিদ রানা। এরপরও হাসানকে প্রস্তুতি পর্বে ডাকা হয়েছে দারুণ ফর্মের কারণে।
চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে আগামী ১৪ ফেব্রুয়ারি রাতে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। আসর শুরুর আগে এখানে শেষের প্রস্তুতি সারবে তারা। এই পর্বে থাকবেন হাসানসহ দলের বাইরে থাকা আরও কজন। প্রস্তুতি পর্বে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে একটি গা গরমের ম্যাচও খেলবে বাংলাদেশ।
আসর শুরুর পরের দিন মাঠে নামবে বাংলাদেশ। 'এ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল। এরপর পাকিস্তানে যাবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।