‘ওই প্রশ্নের উত্তর দিতে পারব না’- সাকিবের দলে থাকার প্রশ্নে সিমন্স
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/shakib-smimmons.jpg)
৪০ দিনের দীর্ঘ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ। এর পরদিন থেকেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল, লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সেরে নেওয়া। মিরপুর স্টেডিয়ামের ইনডোরে দুদিন ঘেরাটপে অনুশীলন করা বাংলাদেশের ক্রিকেটারদের আজ (সোমবার) দেখা সবুজ গালিচায় দেখা গেল। এর আগে সংবাদ সম্মেলনে দল, প্রস্তুতি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশা নিয়ে কথা বলেন ফিল সিমন্স। যেখানে উঠলো সাকিব আল হাসানের না থাকার প্রসঙ্গও। কিন্তু জাতীয় দলের প্রধান কোচ বলে দিলেন, এ ব্যাপারে উত্তর নেই তার কাছে।
গত ১২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুমিতভাবেই দলে রাখা হয়নি সাকিবকে। এমনিতেই বাংলাদেশ দলে তার অন্তর্ভূক্তি নিয়ে আলোচনা ছিল। এর ওপর ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়ায় সেই সম্ভাবনা একেবারেই কমে আসে। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে খেলাতে হলে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলাতে হতো, এই বিবেচনায় সাকিবকে যোগ্য মনে করেনি বিসিবি।
অলরাউন্ডার সাকিবের কথাই তোলা হলো আজকের সংসাদ সম্মেলনে। বোলিংয়ে নিষিদ্ধ না হলে কি তিনি থাকতেন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে? এমন প্রশ্নে বলার মতো বেশি কিছু খুঁজে পেলেন না সিমন্স, মৃদু হাসি হেসে ওয়েস্ট ইন্ডিয়ান এই কোচ বললেন, 'ওই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না।' প্রশ্নটির উত্তর হয়তো বিসিবির কাছে ছিল, যা জানতেন না বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও। এ কারণেই গত মাসে তামিম ইকবালের সঙ্গে সিলেটে বৈঠকের সাকিব প্রসঙ্গে তিনি অপেক্ষা করার কথা বলেছিলেন।
ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়ে গত বছরের সেপ্টেম্বরে টেস্ট থেকে বিদায়ের ঘোষণা দেন সাকিব। সে সময় তিনি জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে এসে শেষ টেস্ট খেলতে পারেননি অভিজ্ঞ এই অলরাউন্ডার। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার খেলা নিশ্চিত ছিল না।
যদিও জানুয়ারির শুরুর দিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে সাকিবের খেলা নিশ্চিত করতে আরেক দফায় চেষ্টা করবেন তিনি। তবে সাকিবকে খেলানোর সিদ্ধান্ত শুধু যে শুধু বোর্ডের নয়, সেটাও জানান ফারুক। সরকারের পক্ষ থেকেও আসতে হবে সবুজ সঙ্কেত।
এর বাইরেও ছিল অনিশ্চয়তা, যা সাকিবকেই দূর করতে হতো। কাউন্টি ক্রিকেট খেলার সময় ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ইংল্যান্ডে বোলিং পরীক্ষা দিয়ে উতরাতে না পারায় নিষিদ্ধ হন বোলার সাকিব। এরপর চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও অভিযোগমুক্ত হতে পারেননি বাঁহাতি এই স্পিনার।