চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/simmons.jpg)
ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপটা দুঃস্বপ্নের কাটে বাংলাদেশের। নয় ম্যাচের মাত্র দুটিতে জেতে তারা, হারতে হয় নেদারল্যান্ডসের বিপক্ষেও। এমন হতাশার সফরের মাঝে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করা। 'টাইমড আউট'- এর সেই আলোচিত ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট কাটে বাংলাদেশ। কাঙ্ক্ষিত সেই আসর শুরু হতে আর মাত্র কদিন। এর আগে জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স জানালেন আশা করা। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে পারে বলে বিশ্বাস তার।
এখন পর্যন্ত এই আসরে বাংলাদেশের সেরা সাফল্য সেমি-ফাইনাল খেলা। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে শেষ চারে ওঠে তারা, যেখানে ভারতের বিপক্ষে হেরে বিদায় নিতে হয়। এবার সেই বাধা টপকে বাংলাদেশ ফাইনালে উঠতে পারে, এমনকি শিরোপাও উঁচিয়ে ধরতে পারে বলে বিশ্বাস করেন সিমন্স। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে তৃতীয় দিনের অনুশীলন শুরুর আগে সোমবার এমন আশার কথা জানান ওয়েস্ট ইন্ডিয়ান এই কোচ।
এমন আশার কথা অবশ্য নিজে থেকেই বলেননি সিমন্স। তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে, এই বিশ্বাস তার কিনা। সিমন্স বলেন, 'বিশ্বাস না করলে আমি এখানে থাকতাম না। আমার মনে হয়, আপনি আপনার সেরা প্রস্তুতি নিয়ে টুর্নামেন্ট খেলতে যান এবং নির্দিষ্ট দিনে আপনি আপনার সেরা ক্রিকেট খেলার চেষ্টা করেন। আমি এভাবে দেখার চেষ্টা করি এবং দলকে দিয়ে প্রতিবারই এভাবে খেলানোর চেষ্টা করি।'
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের পারফরম্যান্স আশা জাগাচ্ছে সিমন্সকে। এই সফরে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও তিন ম্যাচের টি-টোয়েন্টিতে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ, একটি টেস্টও জেতে। সিমন্স বলেন, 'আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স বিবেচনায় বলতে হবে আমাদের বেশ ভালোই অগ্রগতি হয়েছে। যদিও আমি জানি, ক্যারিবীয় সফরের কিছু অংশ আমাদের ভালো যায়নি। তাই আমার মনে হয়, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে।'
টুর্নামেন্টে ভালো করতে ভালো প্রস্তুতি দরকার। যদিও সিমন্স মনে করেন, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের প্রস্তুতিটা মনমতো হচ্ছে না। প্রস্তুতির ঘাটতি থাকছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি আপনার সঙ্গে একমত যে, এটা সেরা প্রস্তুতি হচ্ছে না।' ৪০ দিনের বিপিএল শেষ করে জাতীয় দলের আবহে ঢুকতে হচ্ছে ক্রিকেটারদের। মানিয়ে নেওয়ার প্রশ্নে সিমন্স বলেন, 'দুই দিনের অনুশীলনে বিপিএল নিয়ে কোনো কথা আলাপ হয়নি খেলোয়াড়দের। তারা লম্বা সময় ধরে ব্যাট করা ও ঠিক জায়গায় বল করাতেই নজর দিচ্ছে ৫০ ওভার ক্রিকেটের জন্য। আমার মনে হয় না এটা (বিপিএলের মানসিক ধকল) তাদের কোনো প্রভাব ফেলবে।'