স্থানীয় সরকারসহ আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ৫,৯২২ কোটি টাকা চেয়েছে ইসি
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/12/30/election_commission_6.jpg)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য মোট ৫ হাজার ৯২২ কোটি টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য চাওয়া হয়েছে ২ হাজার ৭৯৪ কোটি ৫৫ লাখ টাকা।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, কমিশন আগামী ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ চেয়ে সরকারের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে।
তিনি জানান, নির্বাচনের জন্য সরকারের কাছে যে টাকা চাওয়া হয়েছে, তার পরিমাণ কমতে পারে। সবকিছু ভোটের সময়কার পরিস্থিতির ওপর নির্ভর করবে। ইসি সচিবালয়ের সঙ্গে বৈঠকের পরই সম্ভাব্য ব্যয়ের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে।
এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ৮২৯ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার টাকা এবং ২০২৭-২৮ অর্থবছরে ৭২৪ কোটি ৩ লাখ টাকা চেয়েছে কমিশন।