প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী খুকির দায়িত্ব নিলো জেলা প্রশাসন
রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকির দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে জেলা প্রশাসক মো. আব্দুল জলিল গত বুধবার বিকেলে মহানগরীর শিরোইলে খুকির বাসায় গিয়ে তার সাথে দেখা করে এ দায়িত্ব নেন। এস্ম জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বস্তা চাল, ডালসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা প্রশাসক আব্দুল জলিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ফোন দিয়ে খুকির সব-ধরনের দায়িত্ব নেওয়ার কথা বলা হয়। গতকালই দেখা করে তাকে খাদ্যদ্রব্য-সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। তার বসতবাড়িটাও সংস্কার করে দেওয়া হবে। কারণ, বাড়িটি তার নিজের হলেও, তা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। যতদিন খুকি বেঁচে থাকবে ততদিন তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।
তবে জেলা প্রশাসক বলেন, এ মুহুর্তে তার সবচেয়ে বেশি দরকার মানসিক সহায়তা। সেই সহায়তা দেওয়াও হবে।
সম্প্রতি দিল আফরোজ খুকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারপর থেকেই তাকে নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হয়। আলোচনায় উঠে আসে তার সংগ্রামী জীবনের গল্প।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডও এই সংগ্রামী নারীকে নিয়ে গত বছরের নভেম্বরের সাত তারিখে একটি প্রতিবেদন প্রকাশ করে।
দেশব্যাপী আলোচনা চললেও খুকির প্রাত্যহিক জীবনের কর্মে এতটুকু ভাটা পড়েনি। বৃহস্পতিবার সকালেও রাজশাহীর রেলগেট থেকে পত্রিকা নিয়ে হেঁটে হেঁটে বিক্রি করেছেন ষাটোর্ধ্ব এই বয়স্কা।
নিঃসন্তান নিঃসঙ্গ খুকি গত ৪১ বছর ধরেই পত্রিকা বিক্রির উপার্জন দিয়ে জীবিকা নির্বাহ করেন। শুধু নিজেই জীবিকা অর্জন করেছেন তা নয়, সেই অর্থ থেকে সহায়তা করেছেন অসহায় নারীদের।