আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস: ষষ্ঠবারের মতো ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ টেইলর সুইফট
ভক্তদের ভোট নির্ভর এ আয়োজনে এ নিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো আসরের সেরা পুরস্কার জিতে নিলেন তিনি।
করোনাভাইরাস বিধিনিষেধ মেনে রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো এবারের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস। আর তাতে 'আর্টিস্ট অব দ্য ইয়ার'সহ তিনটি পুরস্কার নিজের করে নিয়েছেন টেইলর সুইফট।
ভক্তদের ভোট নির্ভর এ আয়োজনে এ নিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো আসরের সেরা পুরস্কার জিতে নিলেন তিনি। অনুষ্ঠানে স্বশরীরে হাজির হতে না পারলেও ভিডিও বার্তায় পদক গ্রহণ করেছেন সুইফট।
আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা
- আর্টিস্ট অব দ্য ইয়ার: টেইলর সুইফট
- নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার: দোজা ক্যাট
- কোলাবরেশন অব দ্য ইয়ার: ড্যান+শে উইথ জাস্টিন বিবার, '১০,০০০ আওয়ারস'
- ফেভারিট সোশ্যাল আর্টিস্ট: বিটিএস
- ফেভারিট মিউজিক ভিডিও: টেইলর সুইফট, 'কার্ডিগান'
- ফেভারিট মেল আর্টিস্ট- পপ/রক: জাস্টিন বিবার
- ফেভারিট ফিমেল আর্টিস্ট- পপ/রক: টেইলর সুইফট
- ফেভারিট ডুয়ো অর গ্রুপ- পপ/রক: বিটিএস
- ফেভারিট অ্যালবাম- পপ/রক: হ্যারি স্টাইলস, 'ফাইন লাইন'
- ফেভারিট সং- পপ/রক: দুয়া লিপা, 'ডোন্ট স্টার্ট নাউ'
- ফেভারিট মেল আর্টিস্ট- কান্ট্রি: কেন ব্রাউন
- ফেভারিট ফিমেল আর্টিস্ট- কান্ট্রি: মেরেন মরিস
- ফেভারিট ডুয়ো অর গ্রুপ- কান্ট্রি: ড্যান+শে
- ফেভারিট অ্যালবাম- কান্ট্রি: ব্লেক শেলটন, ''ফুললি লোডেড: গড'স কান্ট্রি''
- ফেভারিট সং- কান্ট্রি: মেরেন মরিস, 'দ্য বোনস'
- ফেভারিট মেল আর্টিস্ট- র্যাপ/হিপ-হপ: জুস ওয়ার্ল্ড
- ফেভারিট ফিমেল আর্টিস্ট- র্যাপ/হিপ-হপ: নিকি মিনাজ
- ফেভারিট অ্যালবাম- র্যাপ/হিপ-হপ: রডি রিচ, 'প্লিজ এক্সকিউজ মি ফর বিং অ্যান্টসোশ্যাল'
- ফেভারিট সং- র্যাপ/হিপ-হপ: কার্ডি বি ফিচারিং মেগান থি স্টেলন, 'ওয়াপ'
- ফেভারিট মেল আর্টিস্ট- সোল/আর-অ্যান্ড-বি: দ্য উইকেন্ড
- ফেভারিট ফিমেল আর্টিস্ট- সোল/আর-অ্যান্ড-বি: দোজা ক্যাট
- ফেভারিট অ্যালবাম- সোল/আর-অ্যান্ড-বি: দ্য উইকেন্ড, 'আফটার আওয়ারস'
- ফেভারিট সং- সোল/আর-অ্যান্ড-বি: দ্য উইকেন্ড, 'হার্টলেস'
- ফেভারিট মেল আর্টিস্ট- ল্যাটিন: ব্যাড বানি
- ফেভারিট ফিমেল আর্টিস্ট- ল্যাটিন: বেকি জি
- ফেভারিট অ্যালবাম- ল্যাটিন: ব্যাড বানি, 'ওয়াইএইচএলকিউএমডিএলজি'
- ফেভারিট সং- ল্যাটিন: ক্যারল জি অ্যান্ড নিকি মিনাজ, 'তুসা'
- ফেভারিট আর্টিস্ট- অল্টারনেটিভ রক: টুয়েন্টি ওয়ান পাইলটস
- ফেভারিট আর্টিস্ট- অ্যাডাল্ট কনটেম্পোরারি: জোনাস ব্রাদার্স
- ফেভারিট আর্টিস্ট- কনটেম্পোরারি ইন্সপাইরেশনাল: লরেন ডাইগল
- ফেভারিট আর্টিস্ট- ইলেক্ট্রোনিক ড্যান্স মিউজিক (ইডিএম): লেডি গাগা
- ফেভারিট সাউন্ডট্র্যাক: 'বার্ডস অব প্রে: দ্য অ্যালবাম'
- সূত্র: সিএনএন ও ই-অনলাইন