‘দিল্লি ক্রাইম’-এর ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস জয়
৪৮তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে 'বেস্ট ড্রামা সিরিজ' হিসেবে পুরস্কৃত হলো নেটফ্লিক্সের ভারতীয় সিরিজ 'দিল্লি ক্রাইম'। এছাড়া ৮৪ বছর বয়সী ব্রিটিশ প্রখ্যাত অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন ও ১৩ বছর বয়সী অভিনেতা বিলি ব্যারেট জিতে নিয়েছেন অভিনয় ক্যাটাগরিতে সেরার পুরস্কার।
সোমবার রিচার্ড কাইন্ডের উপস্থাপনায় এক লাইভ সিরিমনিতে এবারের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।
'টিভি মভি/মিনি-সিরিজ' ক্যাটাগরিতে 'এলিজাবেথ ইজ মিসিং'য়ের জন্য জ্যাকসন সেরা অভিনেত্রী এবং 'রেসপনসিবল চাইল্ড'-এর জন্য ব্যারেট সেরা অভিনেতার পুরস্কার জয় করেন। দুটিই বিবিসির টিভি মুভি।
অন্যদিকে, নেটফ্লিক্সের ''নোবডি'স লুকিং'' কমেডি অ্যাওয়ার্ড এবং 'ফর সামা' ডকুমেন্টারি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়।
ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস ২০২০-এর পূর্ণাঙ্গ তালিকা
- আর্টস প্রোগ্রামিং: 'ভার্তিজ দু লা শুতা' (রেসাকা)। বাবেল ডক/ ফ্রান্স টেলিভিশনস/ কারিনা প্রোডাকস; ফ্রান্স
- বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাকটর: বিলি ব্যারেট, 'রেসপনসিবল চাইল্ড'। কুডাস/ ৭২ ফিল্মস/ বিবিসি টু; যুক্তরাজ্য
- বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাকট্রেস: গ্লেন্ডা জ্যাকসন, 'এলিজাবেথ ইজ মিসিং'। এসটিভি প্রোডাকশনস; যুক্তরাজ্য
- কমেডি: ''নোবডি'স লুকিং'' [Ninguém Tá Olhando]। গালেন্স/ নেটফ্লিক্স; ব্রাজিল
- ডকুমেন্টারি: ফর সামা। চ্যানেল ৪ নিউজ/ আইটিএন প্রোডাকশনস/ চ্যানেল ৪/ পিবিএস ফ্রন্টলাইন; যুক্তরাজ্য
- ড্রামা সিরিজ: 'দিল্লি ক্রাইম'। গোল্ডেন ক্যারাভ্যান/ এসকে গ্লোবাল এন্টারটেইনমেন্ট/ ফিল্ম ক্যারাভ্যান/ নেটফ্লিক্স; ভারত
- নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউএস প্রাইমটাইম প্রোগ্রাম: 'লা রেইনা দেল সার'- সিজন টু। টেলিমান্ডু গ্লোবাল স্টুডিও/ নেটফ্লিক্স/ এজি স্টুডিও কলম্বিয়া/ ডায়াজোনাল টিভি/ আরগোস/ জেকে ফিল্মস; যুক্তরাষ্ট্র
- ২০তম অ্যানুয়েল ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ডস: ইউনিভিশন/ দ্য ল্যাটিন রেকর্ডিং একাডেমি; যুক্তরাষ্ট্র
- নন-স্ক্রিপ্টেড এন্টারটেইনমেন্ট: ''ওল্ড পিপল'স হোম ফর ফোর ইয়ার ওল্ডস''। এন্ডেমল শাইন অস্ট্রেলিয়া; অস্ট্রেলিয়া
- শর্ট-ফর্ম সিরিজ: '#মার্টিইজডেড'। বায়ানট/ মল.টিভি/ সিজি.নিক; চেক রিপাবলিক
- টেলিনোভেলা: 'অরফানস অব অ্যা ন্যাশন' [Órfãos Da Terra]। গ্লোবো; ব্রাজিল
- টিবি মুভি/মিনি-সিরিজ: 'রেসপনসিবল চাইল্ড'। কুডোস/ ৭২ ফিল্মস/ বিবিসি টু; যুক্তরাজ্য
- সূত্র: ভ্যারাইটি ম্যাগাজিন