ফাইনালে সাকিবকে পাচ্ছে না খুলনা
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা সাকিব আল হাসান কঠিন সময়ই পার করছিলেন। বল হাতে সেরা ছন্দ না পেলেও কম খরুচে ছিলেন তিনি। কিন্তু ব্যাট হাতে টানা ৮ ম্যাচে ব্যর্থ হন তিনি। প্রথম কোয়ালিফায়ার দিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার যখন ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন, তখনই তাকে পাচ্ছে না তার দল।
সাকিবকে ছাড়াই ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল খেলতে হবে জেমকন খুলনাকে। শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় আজ মঙ্গলবার রাতেই ঢাকা ছাড়বেন বাঁহাতি এই অলরাউন্ডার। খুলনার টিম ম্যানেজমেন্ট বিষয়টি জানিয়েছে।
দলটির ম্যানেজার ও বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সাকিবকে গতকাল রাতেই হোটেল ত্যাগ করতে হয়েছে। সাকিবের শ্বশুর বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। কালকে ম্যাচের পর সাকিব আমাকে জানায়, তার শ্বশুরের অবস্থা ভালো নয়। তখন এটা আমরা আমাদের ফ্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে কথা বলেছি। অবশ্যই পরিবার আগে। তাই আমাদের এটা নিয়ে কোনও সমস্যা ছিল না।'
সাকিবের শশুরের সুস্থতা কামনা করে নাফিস ইকবাল আরও বলেন, 'শশুরের খবর পাওয়ার পর সাকিব কাল রাতেই হোটেল ছেড়ে বাসায় চলে যায়। আজই তার ফ্লাইট। আমরা জেমকন পরিবার তার শ্বশুরের জন্য দোয়া করছি, যেন দ্রুত সুস্থ হয়ে উনি ফিরে আসেন তিনি। সাকিবের ভ্রমণ শুভ হোক।'
প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালের টিকেট কাটে খুলনা। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২১০ রান তোলে মাহমুদউল্লাহ রিয়াদের দল। জবাবে ১৬৩ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। গ্রুপ পর্বের ৮ ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা সাকিব এই ম্যাচে ১৫ বলে ২৮ রান করেন। যা টুর্নামেন্টে তার সর্বোচ্চ রানের ইনিংস। এরপর বল হাতে ৩২ রান খরচায় একটি উইকেট নেন তিনি।