অধ্যক্ষ নিয়োগ দেবে নৌ পরিবার শিশু নিকেতন
বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের তত্ত্বাবধানে পরিচালিত নৌ পরিবার শিশু নিকেতন ঢাকা স্কুলে অধ্যক্ষ নিয়ােগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শুধু নারীরা পদটিতে আবেদন করতে পারবেন। প্রার্থীদের সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ বিএড এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নৌ পরিবার শিশু নিকেতন স্কুলে শিক্ষক হিসেবে ন্যূনতম ১৪ বছরের অভিজ্ঞতা অথবা যেকোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতায় ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১ জানুয়ারি ২০২১ তারিখে প্রার্থীর বয়স হতে হবে অনধিক ৫৫ বছর।
অধ্যক্ষ পদে মূল বেতন ১৩,০০০-১৭,০০০ টাকা এবং উৎসবভাতা, নববর্ষভাতা এবং আঞ্চলিক ভাতা দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী আবেদনপত্র ৩১ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে 'চেয়ারম্যান, বানৌপক সংঘ ঢাকা, নাবিক কলােনী (নােঙ্গর ভবন), মিরপুর-১৪, ঢাকা-১২০৬' ঠিকানায় পৌঁছাতে হবে।