করোনার প্রভাব: ২০২০ সালে কনসার্ট ইন্ডাস্ট্রির ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা
করোনাভাইরাস মহামারিগ্রস্ত এ বছরে গ্লোবাল লাইভ ইভেন্ট ইন্ডাস্ট্রি ৩০ বিলিয়ন ডলারেরও (প্রায় ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা) বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে বক্স অফিসে ক্ষতি ৯.৭ বিলিয়ন ডলার। এ তথ্য জানিয়েছে লাইভ-এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি পাবলিকেশন 'পোলস্টার'।
বছরের শুরুতে ধারণা করা হয়েছিল, ২০২০ সালে বক্স-অফিস রেকর্ড ১২.২ বিলিয়ন ডলার উপার্জন করবে। কিন্তু করোনার প্রভাবে মার্চ মাসে ইন্ডাস্ট্রি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় উলটো ৯.৭ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে হলো।
৩০ বিলিয়ন ডলার ক্ষতি নিরূপণ করা হয়েছে অবিবৃত ইভেন্ট এবং স্পন্সরশিপ, টিকেট বিক্রি, বাণিজ্য, পরিবহন, রেস্তোরাঁ, হোটেলসহ আনুষঙ্গিক খাত থেকে আসা উপার্জনের বিচারে।
এছাড়া, ২০১৮ সালের প্রাইসওয়াটারহাউসকুপারস গ্লোবাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড মিডিয়া আউটলুক ২০১৮-২০২২ রিপোর্ট এবং ব্যুরো অব ইকোনোমিক অ্যানালাইসিস অ্যান্ড ন্যাশনাল এন্ডোমেন্ট ফর দ্য আর্টসের ২০১৭ আর্টস অ্যান্ড কালচারাল ইকোনোমিক অ্যাকটিভিটি গবেষণার সূত্র ধরে হিসেব কষে পোলস্টার জানিয়েছে, লাইভ বিজনেসে সরাসরি ক্ষতির পরিমাণ ১ লাখ ৪৭ হাজার মার্কিন ডলার।
- সূত্র: ভ্যারাইটি ম্যাগাজিন