দল বদলানোয় স্ত্রীকে ডিভোর্স নোটিশ ভারতীয় এমপির
মঙ্গলবার স্ত্রী সুজাতা মন্ডল খানকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য (এমপি) সৌমিত্র খান। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পার্টিতে (টিএমসি) সুজাতা যোগ দেওয়ার একদিন পর এই নোটিশ পাঠানো হলো।
বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলছিল। এরইমধ্যে ঘটল এমন ঘটনা।
রাজ্যের রাজধানী কলকাতায় সোমবার এক সংবাদ সম্মেলনে সুজাতা খান বিভিন্ন কারণে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত জানান। ওই দলের 'দুর্নীতিবাজ নেতা'দেরও দোষারোপ করেন তিনি।
'বিজেপি এখানে তৃণমূলের বি-টিমে পরিণত হয়েছে। এ অবস্থায় আমি কেন এই দলে থাকব? কেন এ-টিম তৃণমূলে যোগ দেব না,' বলেন তিনি।
এর কয়েক ঘণ্টা পরই এক সংবাদ সম্মেলনে সৌমিত্র খান জানান, সুজাতার সিদ্ধান্ত তাকে ক্ষুব্ধ করেছে। তিনি তাদের '১০ বছরের সম্পর্কে'র ইতি টানার সিদ্ধান্ত জানান।
নিজের নাম থেকে 'খান' শব্দটি ফেলে দেওয়ার এবং স্ত্রী পরিচয় না দেওয়ার অনুরোধ সুজাতাকে করেন তিনি।
এরপর তৃণমূলের নিন্দা করে সৌমিত্র বলেন, 'তৃণমূল আমার স্ত্রীকে ছিনিয়ে নিয়েছে। আমার ভালোবাসার ওপর আঁচড় দিয়েছে।'
'সে (সুজাতা) ছিল আমার ভালোবাসা। দারুণ এক স্ত্রী ছিল সে। ছিল আমার একমাত্র দুর্বলতা। নিঃসন্দেহে আমি এ নিয়ে আবেগাক্রান্ত। আমরা ১০ বছর একসঙ্গে ছিলাম,' এক সাংবাদিককে বলেন ৪০ বছর বয়সী সৌমিত্র খান।
আরও বলেন, 'কিন্তু আমাদের গল্প এখানেই শেষ। তার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই। সুজাতা আর আমার নেই- এই সত্য মেনে নিয়েছি।'
- সূত্র: বিবিসি