কোহলিকে ছাড়িয়ে ভারতের সবচেয়ে আয় করা ক্রিকেটার বুমরাহ
ভারতের মতো দলের তিন ফরম্যাটেরই অধিনায়ক তিনি। ব্যাটসম্যান হিসেবেও বিশ্বের অন্যতম সেরার তকমা তার গায়ে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে ভারতীয় দলে প্রতি বছর শীর্ষ আয় করা ক্রিকেটার হন বিরাট কোহলিই। কিন্তু এবার হয়েছে ব্যতিক্রম। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে সবচেয়ে বেশি আয় করেছেন জাসপ্রিত বুমরাহ।
চলতি বছর ভারতের হয়ে ৪টি টেস্ট, ৯টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন বুমরাহ। এই ম্যাচগুলো থেকে ডানহাতি এই পেসারের আয় হয়েছে ১ কোটি ৩৮ লাখ রুপি। এ বছর ভারতের হয়ে বুমরাহর সমান ওয়ানডে ম্যাচ খেলেছেন কোহলি, টি-টোয়েন্টি খেলেছেন দুটি বেশি। কিন্তু বুমরাহর চেয়ে একটি টেস্ট কম খেলেছেন কোহলি। ভারত অধিনায়কের আয় ১ কোটি ২৯ লাখ রুপি।
টেস্ট কম খেলার কারণেই মূলত ব্যবধানটা হয়ে গেছে। ভারতের ক্রিকেটাররা একটি টেস্ট খেলে ১৫ লাখ রুপি করে পান। প্রতি ওয়ানডের জন্য ৬ লাখ এবং টি-টোয়েন্টির জন্য তিন লাখ রুপি করে পান।
মেলবোর্ন টেস্ট খেললেই বুমরাহকে পেছনে ফেলতে পারতেন কোহলি। কিন্তু সন্তান সম্ভবা স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে এই টেস্ট ম্যাচটি খেলছেন না কোহলি। আর এটাই বছরের শেষ টেস্ট ভারতের, বুমরাহকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই তার।
আন্তর্জাতিক ম্যাচ খেলে আয় করার তালিকার তিন নম্বরে আছেন বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে শীর্ষ পাঁচে জায়গা হয়নি রোহিত শর্মার। ৩টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলা রোহিতের আয় এবার ৩০ লাখ রুপি। এই তালিকা করা হয়েছে ম্যাচ ফি-এর পারিশ্রমিকের ভিত্তিতে। বার্ষিক চুক্তির পারিশ্রমিক এখানে যোগ করা হয়নি।