গুলশানে আরব আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ, নিহত ১
রাজধানীর গুলশানে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের ভিসা সেন্টারে এসি বিস্ফোরণে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
আজ বুধবার দুপুর ১ টা ৫০ মিনিটে এনসিসি ভবনের নিচতলায় এই বিস্ফোরণ ঘটে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন গুলশান থানার ওসি (অপারেশন) শাহনুর রহমান।
তিনি জানান, বিস্ফোরণে একজন টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, এসি বিস্ফোরণের ঘটনায় ওই ভবনের এসির আউটডোর থেকে এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি সেখানে কাজ করছিলেন। এছাড়া কয়েকজন আহত আছেন।ভবনে কোথাও আগুন আছে কিনা সেটিও তল্লাশি করে দেখা হচ্ছে।