সায়েন্স ল্যাব বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঘটনায় দগ্ধ জহুর আলী (৫২)।
ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির কেরানি হিসেবে কাজ করতেন তিনি।
শুক্রবার (১৭ মার্চ) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, বিস্ফোরণে জহুরের শরীরের ৪৪ শতাংশ পুড়ে যায়।
নিহতের গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। মিরপুরের পাইকপাড়ায় সপরিবারে থাকতেন তিনি।
গত ৫ মার্চের ওই বিস্ফোরণে তিনতলা ভবনটি আংশিক ধসে পড়ে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জন আহত হয়েছেন।