ভারতের ‘উপহার’ ২০ লাখ ডোজ ভ্যাকসিন সংরক্ষণে প্রস্তুত ঢাকা: স্বাস্থ্য অধিদপ্তর
উপহার হিসেবে প্রতিবেশি দেশ ভারত থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের ২০ লাখ ডোজ আগামীকাল বুধবার দেশে আসবে।
ওই ভ্যাকসিন সংরক্ষণের জন্য ঢাকার ইপিআই হেডকোয়ার্টারের স্টোরসহ তিনটি স্টোর প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
মঙ্গলবার তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ভারতের হাইকমিশনের দেওয়া, সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনকার ভ্যাকসিন দিয়েই শুরু হতে পারে দেশে করোনা সংক্রমণ প্রতিরোধ ও মহামারি নিয়ন্ত্রণে ভ্যাকসিনেশন কার্যক্রম।
এর আগে, সোমবার রাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, 'অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ভ্যাকসিন আগামী পরশু (বুধবার) বাংলাদেশে এসে পৌঁছাবে।'