মুম্বাইতে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ছবির শ্যুটিং শুরু
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য জীবনীভিত্তিক চলচ্চিত্রের শ্যুটিং শুরু হয়েছে ভারতের মুম্বাইতে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে'র খবর আনুযায়ী, গত বৃহস্পতিবার মুম্বাইয়ের দাদাসাহেব ফালকে চিত্রনগরীতে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠান সম্পন্ন হয়।
কে ছিলেন শেখ মুজিব
শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের জাতির জনক বলা হয়। তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি এবং পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামের একমাত্র লক্ষ্যই ছিল তার দেশের মানুষের জন্য স্বাধীনতা এনে দেয়া। তার এই অবিচল সাধনার পথে তিনি প্রতিমুহূর্তে সৃষ্টি করেছেন ইতিহাস।
মূলত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের একটি অংশ হিসেবেই এই চলচ্চিত্র নির্মাণের প্রয়াস।
কারা কোন চরিত্রে
যেহেতু সিনেমাটি বাংলা ভাষায় নির্মিত হচ্ছে, পরিচালক শ্যাম বেনেগাল তাই ছবির কলাকুশলী নির্বাচনে এ বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন।
বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা আরিফিন শুভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন, নুসরাত ইমরোজ তিশা অভিনয় করবেন শেখ ফজিলাতুন্নেসার ভূমিকায়। নুসরাত ফারিয়াকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে এবং অন্যান্যদের ভেতর তৌকীর আহমেদ পর্দায় হাজির হবেন সোহরাওয়ার্দীরূপে।
চলচ্চিত্র বঙ্গবন্ধু
ভারতের ৫১ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধনকালে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকার বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা দেন।
তিনি এ উদ্যোগকে ভারত এবং বাংলাদেশের মধ্যে শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে নিবিড় সহযোগিতার উদাহরণ হিসাবে বিবেচনা করেন। অতুল তিওয়ারি ও শামা জায়েদী ছবির চিত্রনাট্য রচনা করেছেন; আর সংগীতে থাকছেন শান্তনু মৈত্র।
ছবিটির দ্বিতীয় পর্বের শুটিং বাংলাদেশে অনুষ্ঠিত হবে; যেখানে মুক্তিবাহিনীর (বাংলাদেশ সামরিক বাহিনী) স্বাধীনতার সংগ্রামের চিত্র তুলে ধরা হবে।