২৭ জানুয়ারি প্রথম ভ্যাকসিন নেবেন এক নার্স: স্বাস্থ্য সচিব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কোভিড টিকাদান কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার (২৭ জানুয়ারি) দেশে কোভিড টিকাদান কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন করবেন।
শনিবার সকালে কিডনি হাসপাতালে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।
সচিব জানান, সেদিন রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকা গ্রহণ করবেন এক নার্স।
এর আগে, ভারতীয় সরকারের 'উপহার' হিসেবে গত বৃহস্পতিবার দেশে ২০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড ভ্যাকসিন এসে পৌঁছায়।