এক ম্যাচে অনেক লক্ষ্য
সহজ জয়ে শুরু, দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়। এই দুই জয়ে বাংলাদেশের ট্রফি কেসে আরেকটি ট্রফি যোগ হতে যাচ্ছে। সিরিজ জয়ের চেয়ে বড় লক্ষ্য আর কী হতে পারে! সেদিক থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি এখন নিতান্তই নিয়ম রক্ষার। কিন্তু বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কাছে?
বাঁহাতি অভিজ্ঞ এই ওপেনার আছেন আদর্শ এক ম্যাচের সন্ধানে। যেখানে থাকবে হোয়াইটওয়াশ, ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের ১০ পয়েন্ট ও তিন বিভাগে উন্নতি করার চেষ্টা। প্রথম ওয়ানডেতে ১২৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমেও অগোছালো ছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে গুছিয়ে উঠে অনেকটা সাবলীল ব্যাটিং করে বাংলাদেশ।
তৃতীয় ম্যাচ দিয়ে উন্নতির গ্রাফটা আরও উপরে নিয়ে যেতে চান তামিম। আর সেটা তিন বিভাগেই। বিশ্বকাপ সুপার লিগের ১০ পয়েন্টেও চোখ তার। একইসঙ্গে দুই ম্যাচে নূন্যতম লড়াই না করে হার মানলেও ক্যারিবীয়দের শক্তিমত্তা নিয়ে প্রশ্ন তুলছেন না তামিম।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমরা সিরিজ জিতে গেছি। তবে আরও ১০টি পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে ততোটা ভালো খেলতে পারেনি। তবে তারা বিপজ্জনক দল এবং যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে।'
এ কারণেই ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় ম্যাচে বেশি পরীক্ষা-নীরিক্ষা থেকে সরে এসেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের পর অনেক পরির্তনের আভাস দিলেও রোববার তামিম জানালেন ভিন্ন কথা। তার কথায় মনে হয়েছে, বাংলাদেশের একাদশে দুই-একটি পরিবর্তন দেখা যেতে পারে তৃতীয় ওয়ানডেতে।
তামিম বলেন, 'আমরা খুব অল্প কিছু পরিবর্তন করতে পারি। তবে যারা আসবে, আমি নিশ্চিত তারাও ম্যাচ জেতাতে পারে, অতীতে যখন সুযোগ পেয়েছে, ভালো করেছে। আমাদের ড্রেসিং রুমে তাড়না প্রচণ্ড, সবাই মাঠে নেমে ভালো করতে চায়। আশা করি, এই ধারাবাহিকতা চলতে থাকবে। কালকের ম্যাচ গুরুত্বপূর্ণ। যেটা বলেছি, সিরিজ জিতেছি, কিন্তু আরও ১০ পয়েন্ট পাওয়ার আছে।'
প্রথম দুই ওয়ানডেতে ব্যাটে-বলে বাংলাদেশের শাসন থাকলেও উন্নতির জায়গা দেখতে পাচ্ছেন তামিম। তার ভাষায়, 'আমি নিশ্চিত, উন্নতির আরও অনেক জায়গা আছে। পরিপূর্ণ ম্যাচ খুব কম সময়ই খেলতে পারা যায়। আমরা তিন বিভাগেই আরও উন্নতি করতে পারি। বোলিং আরেকটু ভালো করতে পারি, ফিল্ডিং ভালো করতে পারি।'
প্রথম দুই ওয়ানডে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। এ জায়গাটি নিয়ে কাজ করার কথা জানিয়ে বাংলাদেশ ওপেনার বলেন, 'ব্যাটিংয়ে অনেকেই ভালো শুরু পেয়েও চালিয়ে যেতে পারছে না, কাজ শেষ করে ফিরতে পারছে না। এই জায়গাগুলোয় নিশ্চিতভাবেই আমাদের উন্নতি করতে হবে।'
'বিশ্ব চ্যাম্পিয়নশিপ এগিয়ে আসছে, কোয়ালিফাই করতে হলে উন্নতি করে যেতেই হবে। সামনে দেশের বাইরেও খেলতে হবে আমাদের। ভিন্ন কন্ডিশনে কাজটা সবসময় কঠিন। এটা তাই নিশ্চিত করতে হবে, আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলে সবকিছু যেন ঠিকঠাক করতে পারি।' যোগ করেন তামিম।