চট্টগ্রাম সিটির নির্বাচনে কাউন্সিলর পদে মিন্টুর টানা ৭ বার জয়ের রেকর্ড
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে টানা ৭ বার জয়লাভ করেছেন সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু। বুধবার (২৭ জানুয়ারি) ১৬ নং চকবাজার ওয়ার্ড থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিন্টু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ব্যাডমিন্টন র্যাকেট প্রতীক নিয়ে সত্তরোর্ধ্ব মিন্টু তার নিকটতম প্রতিদ্বন্দী দেলোয়ার হোসেনকে দুই হাজার আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ইতিহাসে কাউন্সিলর হিসেবে টানা ৭ বার নির্বাচিত হওয়ার এটি রেকর্ড হিসেবে উল্লেখ করেছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তারা উল্লেখ করছেন যে, পরোপকারী হিসেবে মিন্টু দল মত নির্বিশেষে সকলের কাছে জনপ্রিয়। এলাকায় উন্নয়নে কাজ করেন। তাই প্রতি নির্বাচনে ভোটাররা তার উপরই আস্থা রাখেন।
আরিফ উদ্দিন নামে একজন ব্যাংকার তার ফেসবুক ওয়ালে লিখেছেন, 'অভিনন্দন বীর চট্টলার একমাত্র অষ্টম আশ্চর্য চকবাজারের টানা ৭ বারের কাউন্সিলর গোলাম হায়দার চৌধুরী মিন্টু ভাই'।
১৯৭৭ সাল থেকে এ পর্যন্ত ৭টি নির্বাচনে অংশ নিয়ে প্রতি নির্বাচনেই জয়লাভ করেছেন তিনি। ১৯৮৮ সালে জাতীয় পার্টির শাসনামলে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করায় সেই নির্বাচনে অংশ নেননি।
স্থানীয়রা জানান, মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে ৪৮ বছর পর্যন্ত সংসার জীবনে পা রাখেননি মিন্টু। পরবর্তীতে প্রয়াত সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুরোধে সংসার জীবন শুরু করেন।
টানা কাউন্সিলর পদে বিজয়ী হওয়ার অনুভুতি জানিয়ে মিন্টু গণমাধ্যমকে জানান, "জনগণই আমার মূল শক্তি। প্রতিবারই দলমত নির্বিশেষে তারা আমাকে কাউন্সিলর পদে বিজয়ী করেন। তাদের ভালোবাসার কারণেই পেশি শক্তি এবং টাকার খেলার বিপরীতে আমি বারবার বিজয়ী হই। এবারও হয়েছি। এজন্য চকবাজারবাসীর কাছে আমি চিরঋণী। অতীতের ন্যায় এলাকাবাসীর সুঃখে-দুঃখে সবার আগে এগিয়ে আসব"।