ধানমন্ডিতে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু
রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু ঘটেছে, আহত হয়েছেন আরও দুইজন।
দুজন নারী ও একজন পুরুষ আগুনে দগ্ধ হওয়ার পর উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ওসি (তদন্ত) পারভেজ ইসলাম। হাসপাতালে নেওয়ার পর ওই নারীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ধানমন্ডির ৬/এ সড়কের ঈদগাহ মাঠের পাশে ওই ভবনে শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মোহাম্মদ রাসেল শিকদার।
তিনি জানান, আগুন লাগার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এক ঘন্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
অগ্নিকাণ্ডে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ এবং এর ক্ষয়-ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।