ঢাকায় টিকাকেন্দ্র ৪৯, সারা দেশে ৬১৩
কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে রাজধানীতে ৪৯টি টিকাকেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে, সারা দেশে থাকবে ৬১৩টি টিকাকেন্দ্র।
শনিবার কালাজ্বরের অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এবং অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানিয়েছেন।
তারা আরও জানান, এদিন সকাল ১০টা পর্যন্ত টিকা পেতে আগ্রহীদের নিবন্ধন প্রায় ১১ হাজার। কেউ নিবন্ধন করতে না পারলে কেন্দ্রে এসে তা সম্পন্ন করে টিকা নিতে পারবেন।
শুক্র ও শনিবারের পর নিবন্ধন বাড়ার আশা প্রকাশ করেছে অধিদপ্তর।
আরও জানানো হয়, ফেব্রুয়ারিতে আসছে টিকার দ্বিতীয় চালান। তবে দিন-ক্ষণ জানা যায়নি।
এদিকে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সারা দেশে টিকা প্রয়োগের প্রস্তুতি সম্পন্ন করা হবে জানানো হয়। গতকাল (শুক্রবার) পর্যন্ত ৩৬টি জেলায় টিকা পৌঁছে গেছে।
সারা দেশে কাজ করবে টিকার ৬ হাজার ৯৯০টি টিম।