বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি
গত বছরের সেপ্টেম্বরে নিশ্চিত হয়েছিল বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচিও চূড়ান্ত করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট। চার মাস পর এসে দুটি সিরিজের সূচিতেই পরিবর্তন আনা হয়েছে। ৭ দিন পিছিয়ে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। এতে বাংলাদেশের সফরের সময়সীমা কিছুটা বাড়বে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, লজিস্টিকাল কারণে সূচিতে পরিবর্তন আনা হয়েছে। কুইন্সটাউনে ৫ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। মূলত এ কারণেই সূচিতে পরিবর্তন এসেছে। তবে পূর্ব নির্ধারিত সময়েই নিউজিল্যান্ডে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ।
আগের সূচি অনুযায়ী ১৩, ১৭ ও ২০ মার্চ তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৭ দিন পিছিয়ে ম্যাচ তিনটি ২০, ২৩ ও ২৬ মার্চ অনুষ্ঠিত হবে। সূচিতে পরিবর্তন এলেও ভেন্যু বদলায়নি। আগের সূচি অনুযায়ী ডানেডিনে, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চের ম্যাচটি শুধু দিবা-রাত্রির হবে। এই ক্রাইস্টচার্চে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৯ সালে সিরিজ শেষ না করেই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছিল বাংলাদেশ। ক্রাইস্টচার্চের এক মসজিদে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ৫১ জন মুসল্লি। ওই মসজিদেই নামাজ পড়তে গিয়ে ভয়াবহ সেই বন্দুক হামলার সাক্ষী হন বাংলাদেশের ক্রিকেটাররা।
ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ২৩, ২৬ ও ২৮ মার্চ তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজের ভেন্যুও অপরিবর্তিত আছে। ম্যাচ তিনটি হবে যথাক্রমে নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে।