ব্লান্ডেলের স্টাম্প উপড়ে নিলেন এবাদত
ডেভন কনওয়েকে ফিরিয়ে স্বস্তি ফেরান মুমিনুল হক। এরপর আবার নিউজিল্যান্ডের ইনিংস গুছিয়ে নিতে শুরু করেছিলেন হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। এই জুটি ভেঙে আরেকটু স্বস্তি এনে দিলেন এবাদত হোসেন। বাংলাদেশের ডানহাতি এই পেসার ব্লান্ডেলের স্টাম্প উপড়ে নিয়েছেন।
এরপর প্রথম দিনের খেলা শেষ হয়। আলোক স্বল্পতার কারণে ২.৩ ওভারের খেলা বাকি থাকতেই দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়ার। প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৫৮ রান। ৩২ রান অপরাজিত আছেন নিকোলস। শরিফুল ইসলাম ২টি এবং মুমিনুল ও এবাদত একটি করে উইকেট নিয়েছেন।
অবশেষে কনওয়েকে ফেরালেন মুমিনুল
কোনো কিছুতেই যখন কাজ হচ্ছিল না, তখন মুমিনুল হক বল হাতে তুলে নিলেন। বাংলাদেশের টেস্ট অধিনায়ক ব্যাটসম্যান হলেও মনে করিয়ে দিলেন হাত ঘুরাতে জানেন তিনি। আর এটা মনে করাতে করাতেই তুলে নিলেন ডেভন কনওয়েকে। বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষা নেওয়া নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান অবশ্য ততোক্ষণে সেঞ্চুরি তুলে নিয়েছেন।
মুমিনুলের শিকারে পরিণত হওয়ার আগে ১২২ রানের দারুণ এক ইনিংস খেলেন কনওয়ে। ৮৪ ওভার শেষে ৪ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৩৯ রান। হেনরি নিকোলস ২৬ ও টম ব্লান্ডেল ১ রানে ব্যাটিং করছেন। তরুণ পেসার শরিফুল নিয়েছেন ২টি উইকেট, বাকিটি রান আউট।
দারুণ শুরুর পর উইকেটের দেখা নেই
টস জিতে বোলিংয়ে নেমে শুরুটা ভালোই হয় বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারেই নিউজিল্যান্ড অধিনায়ককে টম ল্যাথামকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। তার সঙ্গে আগুনে বোলিং করতে থাকেন তাসকিন আহমেদ। কিন্তু প্রথম উইকেট হারানোর চাপ সামলে দারুণ ব্যাটিং করে যাচ্ছে স্বাগতিকরা।
আর উইকেট হারায়নি তারা। ২৭ ওভারের প্রথম সেশন থেকে ৬৬ রান তোলে নিউজিল্যান্ড। মধ্যাহ্ন বিরতির পর সাবধানী শুরু করেছেন অপরাজিত দুই ব্যাটসম্যান। উইল ইয়ং ২৭ ও ডেভন কনওয়ে ৩৬ রানে ব্যাটিং করছেন।
বল হাতে বাংলাদেশের দারুণ শুরু, শরিফুলের শিকার ল্যাথ্যাম
নতুন বছরে নতুন শুরুর আশা নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তার সিদ্ধান্তকে শুরুতেই যথার্থ প্রমাণ করেছেন শরিফুল ইসলাম। বাংলাদেশের তরুণ বাঁহাতি এই পেসার চতুর্থ ওভারেই ফিরিয়ে দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথ্যামকে।
শরিফুলের ফুল লেংন্থের একটি ডেলিভারি ল্যাথামের ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে গেলে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন লিটন কুমার দাস। ৭ ওভার শেষে কিউইদের সংগ্রহ ১ উইকেটে ১ রান। উইকেটে আছেন উইল ইয়ং ও ডেভন কনওয়ে।
ইনিংসের প্রথম ওভারটা দারুণ করেন তাসকিন আহমেদ। তার সঙ্গে তাল মিলিয়ে ছন্দময় বোলিং করে যাচ্ছেন শরিফুল ইসলামও। বাংলাদেশের এই দুই পেসার উইকেটের সুবিধা কাজে লাগিয়ে আদায় করে নিচ্ছেন সুইং। তাতে কঠিন সময়ই পার করতে হচ্ছে স্বাগতিক ব্যাটসম্যানদের।