ভারতে মোট জনসংখ্যার ২১.৫% কোভিডে আক্রান্ত, জানালো সরকারি সমীক্ষা
ভারতের মোট ১৩৫ কোটি জনসংখ্যার ২১.৫ শতাংশ মানুষ কোভিড-১৯ আক্রান্ত হতে পারেন। আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দেশটিতে সরকারিভাবে পরিচালিত এক সেরিওলজিক্যাল সমীক্ষার ফলাফলে এতথ্য জানানো হয়।
সেরিওলজিক্যাল জরিপে অংশগ্রহণকারীর রক্তরস পরীক্ষা করা হয়। রক্তরসে অ্যান্টিবডির উপস্থিতি মিললে ওই ব্যক্তি আক্রান্ত হয়েছেন কিনা তা জানা যায়।
আর সাম্প্রতিক জরিপটি পরিচালিত হয় ৩৫ হাজার অংশগ্রহণকারীর মধ্যে। এরপর, তাদের মধ্যে পাওয়া সংক্রমণের হারকে মোট জনসংখ্যার অনুপাতে তুলনা করে গবেষকরা এতথ্য জানিয়েছেন।
প্রতিবেশী দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে স্বাস্থ্যকর্মীদের মধ্যে। তাদের অন্তত ২৫.৭ শতাংশ ইতোমধ্যেই কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
- সূত্র: রয়টার্স