এমসিসি ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করলেন সাকিব
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে পাওয়া নিষেধাজ্ঞার পর মেলবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিশ্ব ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন সাকিব আল হাসান।
কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, "আমাদের কমিটি থেকে সাকিবকে হারানো সত্যি দুঃখজনক। সাকিব গত কয়েক বছর ধরে কমিটিতে অনন্য অবদান রেখেছেন। ক্রিকেটের অভিভাবক হিসেবে আমরা তার পদত্যাগকে সমর্থন করি এবং এটা সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি।"
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০১৭ সালে এমসিসি’র কমিটিতে যোগ দেন সাকিব। সৌরভ গাঙ্গুলি, ব্রেন্ডন ম্যাককালাম, রিকি পন্টিং, রমিজ রাজা ও কুমার সাঙ্গাকারার মতো ক্রিকেটাররা এ কমিটিতে রয়েছেন।
এমসিসিতে যোগ দেয়ার পর বিশ্বসেরা এ অলরাউন্ডার সিডনি ও ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত দুটি সভায় অংশ নেন। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে গঠিত ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি বছরে দুবার ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে এ সভার আয়োজন করে।
আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট আকসু রায় অনুযায়ী আগামী ১২ মাস সাকিবকে সব ধরনের ক্রিকেট সংশ্লিষ্ট কার্যক্রম থেকে বিরত থাকার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এ সময়ের মধ্যে, দুর্নীতিবিরোধী ইউনিট আকসুর শিক্ষামূলক কার্যক্রমের সাথে তাকে কাজ করে যেতে হবে। এ ১২ মাসের মধ্যে সাকিব যদি আকসুকে সন্তুষ্ট করতে পারেন, তবে ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে তিনি খেলায় ফিরতে পারবেন।