ট্রাম্পের অভিশংসন: আদালতে নতুন ভিডিও উপস্থাপন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন আদালতের দ্বিতীয় দিনে, আগে প্রকাশিত হয় নি, এমন কিছু নতুন গ্রাফিক ভিডিও উপস্থাপন করা হয়েছে। সেখানে তার সমর্থকদের মার্কিন ক্যাপিটল বিল্ডিং এ হামলার দৃশ্য উঠে আসে।
ট্রাম্পের নিজের বক্তব্য এবং টুইট ব্যবহার করেই অভিশংসন মামলার বিচারকার্যে অংশগ্রহণকারী ডেমোক্র্যাটরা যুক্তি দেন যে, ট্রাম্পই ছিলেন মূল প্ররোচনাকারী বা 'ইনসাইটার-ইন-চিফ'।
অপ্রকাশিত সিকিউরিটি ফুটেজে উঠে আসে বিক্ষোভকারীরা আইনপ্রণেতাদের কতটা কাছে চলে এসেছিল! পুলিশবাহিনী ভেতরে অবস্থিত কর্মকর্তাবৃন্দকে সুরক্ষিত করতে তৎপর ছিল; কাছেই কয়েক গজের ভেতরে দাঙ্গাবাজদের দেখা যায় ক্যাপিটল ভবনের প্রাচীর ডিঙ্গিয়ে প্রবেশ করতে।
উত্তেজিত অডিওতে শোনা যায়, নিরাপত্তা কর্মীদের সাহায্যের জন্য বারবার অনুরোধ করা হচ্ছিল, ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদেরও নানা সহিংস কার্যক্রম দেখা যায় নতুন ভিডিওচিত্রে। ডেলিগেট স্টেসি প্লাসকেট প্রমাণ উপস্থাপনের মাধ্যমে যুক্তি দেন যে, এই সাবেক প্রেসিডেন্ট সহিংসতায় 'ইচ্ছাকৃতভাবে উৎসাহ' দিয়েছেন । শুধু তাই নয়, ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সসহ তিনি শীর্ষ কর্মকর্তাদের জীবন ঝুঁকির মাঝে ফেলেছেন।
প্রসিকিউশন পরিচালনাকারী দলের প্রধান জ্যামি রাসকিন বলেন, ট্রাম্প কোন নীরব দর্শক ছিলেন না। অনেক আগে থেকেই তিনি লোকজনকে প্রস্তুত করে আসছিলেন। আর তার চূড়ান্ত পরিণতিই ক্যাপিটল হিলের হামলা।
প্রসিকিউশন দলের অন্য সদস্যরাও তাদের বক্তব্যের ফাঁকে ফাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ট্রাম্পের পোস্ট এবং টুইট বার্তা তুলে ধরে তার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেন।
৬ই জানুয়ারির ফুটেজটি নিরীক্ষণ শেষে প্রসিকিউশনের পক্ষ থেকে অভিশংসন আদালতে বলা হয়, সেদিন ক্যাপিটল হিলে হামলা ও জনবিদ্রোহ ট্রাম্পের নির্দেশেই হয়েছে।
এরপরই আদালতে একের পর এক ভিডিও চিত্র উপস্থাপনের মাধ্যমে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রতিষ্ঠার চেষ্টা করা হয়।
একটি ক্লিপে রিপাবলিকান সিনেটর এবং প্রাক্তন প্রেসিডেনশিয়াল ক্যান্ডিডেট মিট রমনিকে একজন পুলিশ অফিসার কর্তৃক সুরক্ষিত স্থানে সরিয়ে নিতে দেখা যায়।
অন্য একটি ভিডিওতে দেখা গেছে যে, নির্বাচনী ফলাফল অস্বীকার না করায় একদল বিক্ষোভকারী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ফাঁসিতে ঝোলাতে বলছে। মাইকের সাথে তার পরিবারও সে সময় ক্যাপিটল বিল্ডিং এ উপস্থিত ছিল।
উগ্রবাদী সমর্থকদের স্পিকার ন্যান্সি পেলোসির নাম ধরে খোঁজ করতে দেখা যায় আরেকটি ভিডিওতে।
"আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এই আক্রমণকারীরা ঠিক সেখানেই ছিলেন...তারা এই স্থানটির অবমাননা করেছে এবং প্রেসিডেন্ট সে সময় হৃষ্টচিত্তে, নির্বিকার ভূমিকা পালন করছিলেন", বলে ওঠেন রিপ্রেসেন্টেটিভ ডেভিড সিসিলিন।
গত নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ট্রাম্প যে বক্তব্য দেন তারই সমর্থনে ৬ই জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনের বাইরে হাজার হাজার উন্মত্ত ট্রাম্প সমর্থক জড়ো হয়।
সেদিনের সে সহিংসতায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।
ট্রাম্পের আইনজীবীরা এই সপ্তাহের শেষ দিকে এ মামলায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, কিন্তু ইতিমধ্যে তারা মত দিয়েছেন যে, এ মামলার বিচার উদ্দেশ্যপ্রণোদিত এবং অসাংবিধানিক।
এ বিচারে ট্রাম্পকে শাস্তি দিতে হলে সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার হবে। এখন পর্যন্ত সিনেটে শাস্তি এড়াতে ট্রাম্পের যথেষ্ট সমর্থন আছে বলেই মনে হচ্ছে।
শাস্তি পেলে ট্রাম্প ভবিষ্যতে কখনো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না।
বিবিসি অবলম্বনে